E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

মহানবীকে কটুক্তির প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন সমাবেশ

২০২২ জুন ১৫ ১৮:২৩:০২
মহানবীকে কটুক্তির প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন সমাবেশ

বাগেরহাট প্রতিনিধি : ভারতে মহানবী হযরত মুহাম্মদকে (সঃ) অবমাননার প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন, মিছল ও সমাবেশ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জমইয়াতে হিজবুল্লাহ বাগেরহাট সদর উপজেলা শাখা। 

ছারছিনা দরবার শরীফের পীর সাহেব শাহ মো. মোহেব্বুল্লাহ নির্দেশে বুধবার বিকেলে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাললের সামনে মানববন্ধন শেষে মিছিল শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাগেরহাট প্রেসক্লাবের সামনে সমাবেশ করে দলটি।

বাংলাদেশ জমইয়াতে হিজবুল্লাহ বাগেরহাট সদর উপজেলা শাখার এই সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ জমইয়াতে হিজবুল্লাহ বাগেরহাট জেলা সভাপতি আলহ্বাজ মাওলানা হেমায়েত বিন তৈয়্যেব, মাওলানা জাকারিয়া সালেহাবাদী, মাওলানা মাহবুবুর রহমান, সদর উপজেলার সভাপতি নজরুল ইসলাম, সাধারন সম্পাদক অলিউল্লাহ মৃধা, মো. রুহুল আমীন প্রমুখ।

এসময় দলটির পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে চার দফা দাবী করা হয়। দাবিগুলো হচ্ছে, বিজেবীর মুখপাত্র নুপুর শর্মা ও মিডিয়া টিমের সদস্য নাভিন জিন্দাল মহানবী (সঃ) নিয়ে যে কটুক্তি করেছে এজন্য রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানাতে হবে। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। মহানবী (সঃ) এর জীবন আচার ও জীবনাদর্শ পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করতে হবে। চলমান ইস্যুকে কেন্দ্র করে ভারতের বিভিন্ন স্থানে অন্যায়ভাবে মুসলিমদের উপর যে নিপিড়ন চলছে যে ঘটনা ঘটছে তা অবিলম্বে বন্ধ করতে হবে। এসব দাবি না মানলে নবী প্রেমি তাওহিদী জনতা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

(এসএকে/এসপি/জুন ১৫, ২০২২)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test