E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গলাচিপা পৌর শহরে ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক মহড়া অনুষ্ঠিত

২০২২ জুন ১৫ ২৩:৪৪:১৩
গলাচিপা পৌর শহরে ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক মহড়া অনুষ্ঠিত

সঞ্জিব দাস, গলাচিপা : আগুন মানে ধ্বংস, জীবনহানিসহ সম্পদ রক্ষার্থে গলাচিপা (সিভিল ডিফেন্স) ফায়ার সার্ভিস কর্মরত প্রতিনিধিদের বুধবার গলাচিপা পৌর মঞ্চের সামনে বাড়িঘরে গ্যাস সিলিন্ডারে অগ্নিপাত ঘটলে ফি প্রক্রিয়া তা নিরুপণ করা এবং বিপদাপন্ন থেকে জীবন সম্পদ রক্ষা করা যায়, সে ব্যাপারে কারিগরিভাবে অক্সিজেনসহ নানা উপকরণ দিয়ে জনসাধারণ, ব্যবসায়ীদের উদ্যেশ্যে এক মহড়া অনুষ্ঠিত হয়।

মহড়া অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক সন্তোষ কুমার দে, উপজেলা চেয়ারম্যান জননেতা মু. শাহীন শাহ, পৌর মেয়র আহসানুল হক তুহিন, আওয়ামী লীগ সহ-সভাপতি হাজী মজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সরদার মো. শাহ আলম,বনিক সমিতির সাধারণ সম্পাদক বাবু তাপস দত্ত প্রমুখ।

মহড়া অনুষ্ঠানে গলাচিপা ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মো. কামাল হোসেন, মো. রিয়াজ, হিরণসহ পুলিশ বাহিনীর প্রতিনিধি ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এই অগ্নিনির্বাপক মহড়ায় জনসচেতনতা ভালো ভূমিকা রাখবে বলে অভিজ্ঞ ব্যাবসায়ী মহল মনে করে।

(এসডি/এএস/১৫ জুন, ২০২২)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test