E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দিনাজপুরে উপজেলা ও ইউপি নির্বাচনে নৌকার ৩ প্রার্থী জয়ী

২০২২ জুন ১৬ ১৮:৪৮:৩২
দিনাজপুরে উপজেলা ও ইউপি নির্বাচনে নৌকার ৩ প্রার্থী জয়ী

শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুরের খানসামা উপজেলা পরিষদ উপ-নির্বাচন এবং বিরল উপজেলার দু'টি ইউনিয়নে নৌকা প্রতীকে আওয়ামী লীগের মনোনীত দলীয় প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

খানসামা উপজেলায় উপ-নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন (নৌকা) প্রতীক নিয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে বিরল উপজেলায় ৭ নং বিজোড়া ইয়নিয়নে নৌকা প্রতীকে আমজাদ হোসেন এবং ১১ নং পলাশবাডী ইউনিয়নে খায়রুল ইসলাম খোকন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা শাহিনুর রহমান প্রামাণিক এই ফলাফল ঘোষণা জানান,খানসামায় নৌকা প্রতীকের প্রার্থী সফিউল আযম চৌধুরী লায়ন ৩৫ হাজার ৬৭৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বদ্বি সাবেক উপজেলা চেয়ারম্যান আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সহিদুজ্জামান শাহ্ পেয়েছেন ২৪ হাজার ৪৭২ ভোট। এ ছাড়াও অপর দুই প্রতিদ্বদ্বি মধ্যে স্বতন্ত্র প্রার্থী শরিফুল ইসলাম প্রধান (মোটরসাইকেল) প্রতীকে পেয়েছেন ২২ হাজার ৪৫২ ভোট ও বীর মুক্তিযোদ্ধা আব্বাস আরেফিন শাহ্ (হেলিকপ্টার) প্রতীকে পেয়েছেন ২১৯ ভোট।

খানসামা উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, এই উপজেলায় ৬টি ইউনিয়নে ৫২টি কেন্দ্রের বুথে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ করা হয়েছে। উপজেলায় মোট ভোটার সংখ্যা এক লাখ ৩৫ হাজার ৮১জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬৮হাজার ৫৬০ জন ও নারী ভোটার ৬৬ হাজার ৫২১ জন।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু হাতেম ইন্তেকাল করলে এ আসনটি শুন্য হয়।
অন্যদিকে বুধবার নির্বাচন শেষে দিনাজপুরের বিরলে ইউনিয়ন পরিষদের নির্বাচনের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে চেয়ারম্যান পদের প্রার্থীর সমর্থকদের দ্বারা বিরল উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন ভাংচুর করার ঘটনা ঘটেছে। বিজোড়া ইউনিয়ন পরিষদের নির্বাচনের ফলাফল নির্বাচন অফিস মাইকে ঘোষণা করার সময় চেয়ারম্যান পদের স্বতন্ত্র প্রার্থী এরশাদুজ্জান মোল্ল্যার সমর্থকেরা ক্ষুব্ধ হয়ে উপজেলা পরিষদ ভবনের বিভিন্ন দপ্তরের জানালার গ্লাসসহ বিভিন্ন জিনিস পত্রের উপর এ ভাংচুর চালায়৷ পরে পুলিশ ধাওয়া করলে বিক্ষোভকারীরা ছত্র ভঙ্গ হয়ে পড়ে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এ ঘটনায় এক পুলিশ সদস্য আহত হয় বলে বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.ফখরুল ইসলাম জানায়।

(এস/এসপি/জুন ১৬, ২০২২)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test