E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জাতীয় পার্টির সম্মেলনে স্বপ্নীল দাশ নিলয়ের পক্ষে তাক লাগানো শোডাউন

২০২২ জুন ১৮ ১৫:৫২:০৮
জাতীয় পার্টির সম্মেলনে স্বপ্নীল দাশ নিলয়ের পক্ষে তাক লাগানো শোডাউন

এমডি অভি, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন ২০২২ অনুষ্ঠানে সাংসদ একেএম সেলিম ওসমানের পক্ষ থেকে জননন্দিত কাউন্সিলর আফজাল হোসেনের নেতৃত্বে নারায়ণগঞ্জ মহানগর জাতীয় পার্টি নেতা প্রকৌঃ স্বপ্নীল দাশ নিলয়ের নির্দেশনায় অসংখ্য নেতাকর্মী বিশাল বর্ণাঢ্য মিছিল করে চমক দেখালেন।

১৭ জুন (শুক্রবার) বিকালে মিছিলের নেতাকর্মীরা বন্দরের দক্ষিণ লক্ষণখোলা থেকে বন্দর সমরক্ষেত্র পর্যন্ত বিভিন্ন অলিগলি সহ প্রধান সড়কগুলো নানারকমের স্লোগানে মুখরিত করে তোলে এবং মিছিল শেষে তারা অনুষ্ঠানে যোগ দেয়।

জাতীয় পার্টির এই সম্মেলনে নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক সানাউল্লাহ সানুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি।

নারায়ণগঞ্জ মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব কাউন্সিলর আফজাল হোসেনের সঞ্চালনায় উক্ত সম্মেলনে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য একেএম সেলিম ওসমান এবং নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু এম.পি, এড. শেখ মোহাম্মদ সিরাজুল ইসলাম, মশিউর রহমান রাঙ্গা এম.পি, লেঃ জেনারেল (অবঃ) মাসুদ উদ্দিন চৌধুরী এমপি, হিদুর রহমান টেপা, ফখরুল ইমাম এম.পি, ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারী এম.পি, নাজমা আক্তার এমপি, এড. রেজাউল ইসলাম ভূঁইয়া, মেজর (অবঃ) রানা মোঃ সোহেল এম.পি, জাতীয় পার্টির উপদেষ্টা চেয়ারম্যান শেরিফা কাদের এম.পি, জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান, পীর ফজলুর রহমান মিসবাহ এমপি।

সম্মেলন শেষে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সভাপতি সানাউল্লাহ সানু ও সাধারণ সম্পাদক আবু নাঈম ইকবাল এবং মহানগর জাতীয় পার্টির সভাপতি মোদাছছেরুল হক দুলাল ও সাধারণ সম্পাদক কাউন্সিলর আফজাল হোসেন এর নাম ঘোষণা করেন।

(এমও/এসপি/জুন ১৮, ২০২২)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test