E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পঞ্চগড়ে অস্ত্রের মুখে ১৫ লাখ টাকা লুট

২০১৪ অক্টোবর ০২ ০৮:৫৭:৪৮
পঞ্চগড়ে অস্ত্রের মুখে ১৫ লাখ টাকা লুট

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে ১৫ লাখ টাকা লুটে নিয়েছে একদল দুর্বৃত্ত। জেলা শহরের জজকোর্টের পেছন থেকে একটি সিগারেট কোম্পানির পরিবেশক অফিস থেকে বুধবার রাতে ৯ জনের একটি দল অস্ত্র ঠেকিয়ে এই টাকা লুট করে।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শহরের ডোকরোপাড়া এলাকায় ব্রিটিশ-আমেরিকান টোবাকোর স্থানীয় পরিবেশক মেসার্স মৌলভী ব্রাদার্সের অফিস। রাত ৯টার দিকে ৩টি মোটরসাইকেলে করে ৯ জন দুর্বৃত্ত আকস্মিক ওই প্রতিষ্ঠানে প্রবেশ করে। ৩-৪ মিনিটের অভিযানে তারা অস্ত্রের মুখে মৌলভী ব্রাদার্সের সুপারভাইজার রবিউল ইসলাম, আব্দুল মালেক, মো. রাজু ও আনোয়ার হোসেনের কাছ থেকে প্রায় ১৫ লাখ টাকা লুটে নিয়ে যায়। এ সময় তাদের ৮ জনের হাতে পিস্তল ও ১ জনের কাছে রামদা ছিল।

পঞ্চগড় থানার ওসি হুমায়ুন কবীর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পঞ্চগড়ে অস্ত্র ব্যবহার করে লুটপাটের অভিযোগ এটাই প্রথম। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

(ওএস/এইচআর/অক্টোবর ০২, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test