E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঘর ছাড়া আশ্রয়ণের ২৩ পরিবার 

কেন্দুয়ায় পানিতে তলিয়ে গেছে ১৫ গ্রাম

২০২২ জুন ১৮ ২৩:৫৩:১৮
কেন্দুয়ায় পানিতে তলিয়ে গেছে ১৫ গ্রাম

কেন্দুয়া প্রতিনিধি : উজান থেকে আসা পানি ও অতিবৃষ্টির ফলে কেন্দুয়া উপজেলা ৩টি ইউনিয়নের ১৫ গ্রাম পানিতে তলিয়ে গেছে। পানিতে বড়তলা আশ্রয়ণ প্রকল্প (২) তলিয়ে যাওয়ায় ওই প্রকল্পে বসবাসরত ২৩ পরিবারের সদস্যরা ঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে।

মোজাফরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জাকির আলম ভূইয়া জানান, তাঁর ইউনিয়নের মামুদপুর, তেলিপাড়া, হারুলিয়া, চারিতলা, নয়াপাড়া, চৌকিধরা, মুহুরীয়া, বড়তলা, মোজাফরপুর ও দক্ষিণ গগডা গ্রামের অনেক ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে। শনিবার সারাদিন তিনি এসব গ্রাম ঘুরে দেখেছেন। বড়তলা আশ্রয়ণ প্রকল্প তলিয়ে যাওয়ায় বসবাসরত ২৩টি পরিবার অন্যত্র আশ্রয় নিয়েছেন বলে জানান তিনি।

কান্দিউড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুব আলম বাবুল জানান, তাঁর ইউনিয়নের জালালপুর, বিষ্ণুপুর ও তাম্বুলিপাড়া গ্রামের অনেক ঘরবাড়ি তলিয়ে গেছে।

নওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট সারোয়ার জাহান কাউসার জানান, তাঁর ইউনিয়নের কাউরাট, বীরমুক্তিযোদ্ধা কাঞ্চননগর গ্রামের ৩৫টি পরিবার পানিতে তলিয়ে গেছে। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা উপজেলা প্রশাসনের কাছে পাঠিয়েছেন। এসব গ্রাম তলিয়ে যাওয়া মানুষের অসুবিধার পাশাপাশি গরু-বাছুর ও ছাগল নিয়ে তারা পড়েছেন বিপাকে। দেখা দিয়েছে গো-খাদ্যের সংকট।

এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম ক্ষতিগ্রস্ত গ্রাম ও পরিবারের তালিকা তৈরি করে জেলা প্রশাসনের কাছে পাঠিয়েছেন। এ ছাড়া ৩টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে বলে জানান। রোববার স্থানীয় সংসদ সদস্য অসীম কুমার উকিলের উপস্থিতিতে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেবেন।

(এসবি/এসপি/জুন ১৮, ২০২২)

পাঠকের মতামত:

২৩ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test