E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শৈশব থেকেই ভিডিও কনটেন্টে আসক্ত ছিলো রনি

২০২২ জুন ১৯ ০০:১০:৩১
শৈশব থেকেই ভিডিও কনটেন্টে আসক্ত ছিলো রনি

মোঃ শান্ত, নারায়ণগঞ্জ : শৈশব বয়সেই রনি আসক্ত হয় ভিডিও কনটেন্টে। রনিকে নিয়ে চিন্তায় পড়ে যান পরিবারের সদস্যরা। চেষ্টা চালিয়ে যায় রনিকে ভিডিও কন্টেন্টে থেকে দূরে রাখার। কিন্তু তাকে ভিডিও কনটেন্ট বানানো থেকে দূরে রাখতে পারেনি কেউ।

কম্পিউটার এবং মোবাইলে আসক্ত হয়ে জব্দ করে নেন ভিডিও ইডিটিং। তিনি চিন্তা করেন তার তৈরি কৃত ভিডিও চিত্র গুলো ইউটিউবের মাধ্যমে মানুষের মধ্যে তুলে ধরবে।

এরপর তিনি ইউটিউব চ্যানেল খুলে তার চিত্র গুলো তুলে ধরা শুরু করে এবং আস্তে আস্তে দেখতে পায় মানুষ তার কাজের গুন-গান গাইছে। একটা সময় তিনি মনে করেন তার এই দক্ষতা দিয়ে পরিবারকে কিছু করে দেখাবেন,তাই তিনি ইউটিউবে এক্টিভ হয়ে উঠেন তার দৃঢ় বিশ্বাস ছিলো সে একজন বড় ইউটিউবার হবেন। তার দৃঢ় বিশ্বাসে আজ তিনি সফল ইউটিউবার।

তিনি জানান সাফল্য শব্দটা আপেক্ষিক। আর তাছাড়া আমি সে ভাবে ভাবিও না নিজেকে। এটা ঠিক আমার ইউটিউব ভিডিওর ভিউয়ার্স বলুন, সাবস্ক্রাইবার বলুন একটা উল্লেখ করার মতো জায়গায় এসেছে। কিন্তু আমার কাজ তো ইউটিউবের মাধ্যমে নিজের যতটুকু অভিজ্ঞতা আছে, হচ্ছে, তা সবার সঙ্গে শেয়ার করা। এবং একই সঙ্গে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া।

তিনি আরো জানান এতো অল্প বয়সে আমি যে ভাবে এগিয়ে যাচ্ছি। তরুণদের জন্য এটা খুবই অনুপ্রেরণার। তরুণদের জন্য তিনি বলেন সফল কেউ একদিনে হয় না। আমিও একদিনে এই জায়গায় আসিনি। এরজন্য অনেক ধৈর্য, অনেক পরিশ্রম বিনিয়োগ করতে হয়েছে। বাধাও কম আসেনি। কিন্তু ভালবাসা ছিল বলেই কিছুটা এগোতে পেরেছি। এবং বিশ্বাস, আরও এগোতে পারব। তরুণদের উদ্দেশে এটাই বলার, সাফল্য নিয়ে ভাববেন না। এক মনে নিজের কাজটা নিখুঁত ভাবে করার চেষ্টা করুন। সাফল্য এমনিই আসবে।

রনি তার কাজকে আরো সজীব করতে চায়। এবং তুলে ধরতে চায় বাংলাদেশের বাইরেও।

(এস/এসপি/জুন ১৯, ২০২২)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test