E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কুলিয়ারচরে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান সড়ক কেটে যোগাযোগ বিচ্ছিন্ন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

২০২২ জুন ১৯ ১৯:০৪:০৯
কুলিয়ারচরে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান সড়ক কেটে যোগাযোগ বিচ্ছিন্ন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

সোহেল সাশ্রু, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের লক্ষ্মীপুর কোনার বাড়ি গ্রামের কতিপয় দুষ্কৃতিকারী লোকজন কর্তৃক লক্ষ্মীপুর বাজার হতে মাতুয়ারকান্দা “প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান সড়ক” কেটে যোগাযোগ বিচ্ছিন্ন করার প্রতিবাদে এবং বিচার দাবীতে সংবাদ ও বিক্ষোভ মিছিল করেছে মাতুয়ারকান্দাবাসী।

আজ রবিবার বিকালে উপজেলার মাতুয়ারকান্দা গ্রামের মো. বকুল মিয়ার বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে মাতুয়ারকান্দা গ্রামের বীরমুক্তিযোদ্ধা মো. খলিলুর রহমান, বীরমুক্তিযোদ্ধা আব্দুল গফুর মাস্টার, বীরমুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম, আব্দুর রাশিদ, শাহ আলমসহ অনেকেই অভিযোগ করে বলেন, স্বাধীনতা সংগ্রামের আগ থেকেই মাতুয়ারকান্দাবাসীর যাতায়াতের জন্য সরু ও নীচু একটি রাস্তা থাকলেও বড় ধরনের কোন রাস্তা ছিলোনা। বৃষ্টির পানি জমাট হওয়ার ফলে ও সামান্য বন্যা হলেই রাস্তাটি তলিয়ে যেতো।

প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ্ব জিল্লুর রহমান, বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব নাজমুল হাসান পাপন, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদের একাধিক চেয়ারম্যান তাদের নির্বাচনী প্রচারণার সময় ভাষণে বহুবার লক্ষ্মীপুর বাজার থেকে মাতুয়ারকান্দা পর্যন্ত বড় একটি রাস্তা নির্মাণ করে দেওয়ার আশ্বাস দিয়ে আসলেও লক্ষ্মীপুর কোনার বাড়ি গ্রামের লোকজনের বাঁধার মূখে পড়ে রাস্তাটি নির্মাণ করে দিতে ব্যর্থ হয় তারা। এরপর সর্বশেষ কুলিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইয়াছির মিয়া লক্ষ্মীপুর বাজার হতে মাতুয়ারকান্দা পর্যন্ত “প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান সড়ক” নামকরণ করে একটি রাস্তা নির্মাণের উদ্যোগ হাতে নিয়ে গত ২০১৯ সালের ২৩ নভেম্বর জিরা নদীর পশ্চিম পাড় ঘেঁষে রাস্তাটির ভিত্তি প্রস্তর স্থাপন করেন। পরে সরকারি ভাবে টিআর, কাবিখা, অতি দরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচী ও এলজিএসপি-৩ এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইয়াছির মিয়ার ব্যক্তিগত অর্থায়নে পানি নিস্কাসনের ৫টি কালভার্টসহ রাস্তাটি নির্মাণ করে মাতুয়ারকান্দাবাসীর বহুদিনের স্বপ্ন পূরন করে দেন তিনি।

রাস্তা নির্মাণ হয়ার পর ওই রাস্তা দিয়ে প্রতিদিনই বাধা বিঘœ ছাড়াই যানবাহন ও জনগণ চলাচল করে আসছিলো। রাস্তা নির্মাণের তিন মাস পর স্থানীয় অপ-রাজনীতির কোন্দলে কতিপয় কিছু লোকের ইন্দনে দফায় দফায় রাস্তাটি ভেঙ্গে ফেলে দেয় কোনার বাড়ির লোকজন। এ নিয়ে দফায় দফায় সংঘর্ষও হয়। সংঘর্ষের পর প্রায় এক বছর যাবৎ রাস্তা নিয়ে কোন প্রকার সমস্যা হয়নি। হঠাৎ করে গত ১৭ জুন শনিবার দিবাগত রাতের যেকোন সময় কোনার বাড়ি গ্রামে কতিপয় কিছু দুষ্কৃতিকারী লোক রাস্তার বিভিন্ন জায়গা কেটে মাটি সরিয়ে নেওয়ার ফলে মাতুয়ারকান্দাবাসীর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এর ফলে স্কুল, কলেজ ও মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীদের লেখাপড়ায় বিঘ্ন ঘটছে। মারাত্মক রোগীদের হাসপাতালে নেওয়া সম্ভব হচ্ছেনা। এতে তারা চরম দুর্ভোগে রয়েছেন। সংবাদ সম্মেলনে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে অচিরে রাস্তাটি সংস্কারের দাবী জানান স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব নাজমুল হাসান পাপন ও মাননী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট। অচিরেই রাস্তাটি সংস্কার না হলে এলাকার মানুষ জনদুর্ভোগ থেকে মুক্তি পাবেনা বলেও জানান তারা। এসময় এলাকার ৫ শতাধিক নারী পুরুষ ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

(এস/এসপি/জুন ১৯, ২০২২)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test