E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

নাজিরাবাদ ইউনিয়নে কোটি টাকার বাজেট ঘোষণা

২০২২ জুন ১৯ ১৯:২৮:০৫
নাজিরাবাদ ইউনিয়নে কোটি টাকার বাজেট ঘোষণা

মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : মৌলভীবাজার সদর উপজেলার খাল-বিল আর হাওর বেষ্টিত নাজিরাবদ ইউনিয়নের ২০২২-২০২৩ অর্থ বছরের বার্ষিক বাজেট ঘোষনা করা হয়েছে। ঘোষিত বাজেট বাস্তবায়নে ইউনিয়নের নাগরিকদের নিয়মিক কর আদায়সহ অভ্যান্তরিণ  রাজস্ব আয়ের উপর গুরুত্বারোপ করা হয়েছে। এতে অর্থ বছরে মোট ১ কোটি ৬১ হাজার ৮শত ৭৬ টাকার বাজেট ঘোষনা করা হয়। 

রবিবার (১৯ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে ইউনিয়নের হলরুমে অর্থ বছরের বার্ষিক বাজেট ঘোষনা উপলক্ষে উন্মুক্ত বাজেটের উপর আলোচনা সভার আয়োজন করা হয়।

নাজিরাবাদ ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান আশরাফ উদ্দিন আহমদের সভাপতিত্বে ও ইউপি সচিব আতাউল করিম এর সঞ্চালনায় উন্মুক্ত বাজেট আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা রহমান বাঁধন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মডেল ইউনিয়নের রূপকার সাবেক চেয়ারম্যান মোঃ মোয়াজ্জেম হোসেন মাতুক ও সদর উপজেলা প্রকল্প কর্মকর্তা আজাদের রহমান।

ইউপি সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন, ৫নং ওয়ার্ডের সদস্য মোঃ মহসিন আহমদ, ২ নং ওয়ার্ডের সদস্য মোঃ সোহেল মিয়া, ৩ নং ওয়ার্ডের সদস্য মোঃ ফখর উদ্দিন, ৬ নং ওয়ার্ডের সদস্য মোঃ মুহিত মিয়া, ৭নং ওয়ার্ডের সদস্য রাজেন্দ্র বিশ্বাস,৮ নং ওয়ার্ডের সদস্য মোঃ নুরুল ইসলাম, ৯ নং ওয়ার্ডের সদস্য মোঃ গৌছ উদ্দিন ও সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আরফান মিয়া। অনুষ্ঠানে নাগরিক সমাজের পক্ষ থেকে বক্তব্য রাখেন প্রবাসী আব্দুল কাইয়ুম। বাজেট অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের শতাধিক নাগরিক উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উন্মুক্ত আলোচনায় অনেকে অংশ নেন।

বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা রহমান বাঁধন বলেন,যত প্রকল্প নেয়া হবে তাঁর মধ্যে দেখতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্প কোনটি,সেই প্রকল্প নিতে হবে। সুতরাং কম টাকা খরচ করে সর্বোচ্চ সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে। এসময় তিনি সব নাগরিককে নিয়মিত কর আদায়ে উদ্বোদ্ধসহ অভ্যান্তরিণ রাজস্ব খাতের উপর গুরুত্বারোপ করেন।

(একে/এসপি/জুন ১৯, ২০২২)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test