E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মেঘনায় মাছ ধরার সময় বজ্রপাতে জেলের মৃত্যু

২০২২ জুন ১৯ ২০:০৪:০৮
মেঘনায় মাছ ধরার সময় বজ্রপাতে জেলের মৃত্যু

মারুফ সরকার, নোয়াখালী : নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে বজ্রপাতে এক জেলের মৃত্যু হয়েছে। মৃত মো. আবুল কালাম কালু সুবর্ণচর উপজেলার ৭ নম্বর পূর্ব চরবাটা ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের চরমজিদ গ্রামের ১৩ নম্বর সিডিএসপি আশ্রয়ণ প্রকল্পের মো.বেলালের ছেলে। তিনি পেশায় একজন জেলে ছেলে ছিলেন।

রবিবার (১৯ জুন) দুপুর পৌনে ১টার দিকে হাতিয়ার ডোবার চর সংলগ্ন মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন ৭ নম্বর পূর্ব চরবাটা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সাইফুল ইসলাম ফরহাদ। তিনি বলেন, রবিবার সকাল থেকে হাতিয়া উপজেলায় ঝড় ও বজ্রসহ বৃষ্টি শুরু হয়। ওই সময় কালু মেঘনা নদীতে মাছ ধরতে ছিল। এ সময় পৃথক স্থানে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে বজ্রপাতের শিকার হয়ে হাতিয়ার ডোবার চর সংলগ্ন মেঘনা নদীতে জেলে কালুর মৃত্যু হয় লাশ এখনো ঘটনাস্থলে রাখা আছে।

হাতিয়া থানার ওসি আমির হোসেন বলেন, বজ্রপাতে এক জেলের মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি। পরবর্তীতে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

(এমএস/এএস/জুন ১৯, ২০২২)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test