E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Technomedia Limited
Mobile Version

মাগুরায় এডাবের করোনা বিরোধী প্রচারণা 

২০২২ জুন ২০ ১৫:৪৯:১৭
মাগুরায় এডাবের করোনা বিরোধী প্রচারণা 

মাজহারুল হক, মাগুরা : মাগুরায় এডাবের করোনা বিরোধী প্রচারণা আলোচনার কেন্দ্রবিন্দুতে। সাম্প্রতিক সময়ে দেশে করোনার চতুর্থ ঢেউ আশংকা করা হচ্ছে । এর আগেই শুরু হওয়া এডাবের করোনা বিরোধী প্রচারণা প্রশংসিত হয়েছে সচেতন মহলে । 

জেলা সিভিল সার্জন শহীদুল্লাহ দেওয়ান জানান, করোনা মোকাবেলায় শুধু সরকারের উদ্যোগই যথেষ্ট নয় , প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা । তাই এডাবের উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই ।

(এম/এসপি/জুন ২০, ২০২২)

পাঠকের মতামত:

০৯ আগস্ট ২০২২

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test