E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটে ইসলাম ও মহানবীকে নিয়ে কলেজ ছাত্রীর কটুক্তি

চিতলমারী থানায় হামলা পুলিশের দুটি গাড়ি ভাঙচুর, গুলিবিদ্ধ ৯

২০২২ জুন ২০ ১৮:০৭:৫৫
চিতলমারী থানায় হামলা পুলিশের দুটি গাড়ি ভাঙচুর, গুলিবিদ্ধ ৯

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে ইসলাম ধর্ম ও মহানবী হযরত মোহাম্মদ (সা:) কে নিয়ে ফেসবুকে রনিত বালা রনি নামে এক কলেজ ছাত্রী’র কটুক্তি ও অবমাননাকর পোস্ট দেয়াকে কেন্দ্র করে উত্তেজিত জনতা সোমবার দুপুরে চিতলমারী থানায় হামলা, পুলিশের দুটি গাড়ী, ৪টি মোটরসাইকেলসহ থানার জানালার কাঁচ ও আসবাবপত্র ভাংচুর করেছে। উত্তেজিত জনতার হামলায় ১২ জন পুলিশ সদস্য আহত হয়। এসময়ে পুলিশ সরকারী সম্পদ রক্ষা ও উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে ২৪ রাউন্ড সর্টগানের গুলি ছুড়লে অনেকেই গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধদের মধ্যে ৯ জন চিতলমারী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। পরিবেশ শান্ত রাখতে বাগেরহাট থেকে চিতলমারী থানায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ১২ জনকে গ্রেফতার করেছে।

বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান ও পুলিশ পরিদর্শক এস এম আশরাফুল আলম জানায়, চিতলমারী উপজেলার চরডাকাতিয়া গ্রামের রমনি বালা’র মেয়ে শেরে বাংলা কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী রনিত বালা রনি (১৮) তার ‘রনিত বালা রনি’ নামের ফেসবুক আইডি থেকে ইসলাম ধর্ম ও মহানবী হযরত মোহাম্মদ (সা:) কে নিয়ে কটুক্তি ও অবমাননা করে পোস্ট দেয়।

এ বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে রবিবার রাতে চিতলমারী পুলিশ রনিত বালা রনিকে তার ব্যবহৃত মোবাইলসহ আটক করে থানায় নিয়ে আসে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে কলেজ ছাত্রী রনি জানায় তার আইডি হ্যাক করে অন্য কেউ এ ধরণের পোস্ট দিয়েছে। সোমবার ইসলাম ধর্ম ও মহানবী হযরত মোহাম্মদ (সা:) কে নিয়ে কটুক্তি ও অবমাননাকর পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়। দুপুর ১২টার দিকে উত্তেজিত জনতা চিতলমারী থানার সামনে জড়ো হয়ে কলেজ ছাত্রী রনি’র বিচারের দাবী জানাতে থাকে।

একপর্যায়ে উত্তেজিত জনতা চিতলমারী থানা ভবনকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। থানা কম্পাউন্ডে থাকা অতিঃ পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ও থানার পিকআপ, ৪টি মোটরসাইকেলসহ থানার জানালার কাঁচ ও আসবাবপত্র ভাংচুর করেছে। উত্তেজিত জনতার হামলায় ১২ জন পুলিশ সদস্য আহত হয়। এসময়ে পুলিশ সরকারী সম্পদ রক্ষা ও উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে ২৪ রাউন্ড সর্টগানের ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। তবে, তৎক্ষনিক ভাবে আহত পুলিশ সদস্যদের নাম পরিচয় চানাতে পারেনি এই কর্মকর্তা।

চিতলমারী স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডা. মামুন হাসান জানান, সোমবার দুপুরে ধর্ম ও মহানবী হযরত মোহাম্মদ (সা:) কে ফেসবুকে কটুক্তি ও অবমাননাকর পোস্ট দেয়াকে কেন্দ্র করে সংঘংর্ষে গুলিবিদ্ধ ৯ জনকে চিতলমারী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এদের অধিকাংশই সর্টগানের গুলিতে আহত হয়েছে। অন্যদিকে থানায় গিয়ে আহত ১২ জন পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তবে, এদের কারুর অবস্থা আশংকাজনক নয়।

বাগেরহাটের পুলিশ সুপার কেএম আরিপুল হক জানান, কলেজ ছাত্রী রনিত বালা রনি’র ব্যবহৃত ফেসবুক আইডি হ্যাক করে অন্য কেউ বা সে নিজে পোস্ট দিয়েছে কি না তা পরীক্ষা করে দেখা হচ্ছে। জেলা সদর থেকে উর্ধ্বতন অফিসারের নেতৃত্বে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

(এসএকে/এসপি/জুন ২০, ২০২২)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test