E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কেন্দুয়ায় নৌকাডুবি: সন্তানকে বাঁচাতে গিয়ে মারা গেলেন মা

২০২২ জুন ২১ ১৭:৩০:১৫
কেন্দুয়ায় নৌকাডুবি: সন্তানকে বাঁচাতে গিয়ে মারা গেলেন মা

কেন্দুয়া প্রতিনিধি : কেন্দুয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের জুড়াইল হাওড়ে নৌকাডুবির ঘটনায় এক নারীর মৃত্যু ঘটেছে। মঙ্গলবার সকাল ১১ টার দিকে জুড়াইল গ্রামের হারেছ মিয়ার স্ত্রী জুলেখা বেগম (৩২) তার নিজের কন্যা সন্তান দ্বিতীয় শ্রেনীর ছাত্রী তানজিনাকে বাঁচাতে গিয়ে নিজেই পানিতে ডুবে যান। পরে অনেক খোঁজাখোঁজির পর তাকে মৃত অবস্থায় উদ্ধার করে স্থানীয় লোকজন। 

কেন্দুয়া থানা পুলিশের পরিদর্শক মীর মাহবুবুর রহমান ও পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার সকালে জুড়াইল গ্রামের হাওড়ে ডিঙ্গি নৌকায় চড়ে বেড়াতে যান জুলেখা সহ ৬/৭ জন। নৌকাটিতে ধারন ক্ষমতার চেয়ে বেশি লোক ওঠেপড়ায় হাওড়ের মাঝপথে গিয়ে নৌকাটি ডুবে যায়।

এসময় জুলেখা তার সন্তানকে বাঁচাতে গিয়ে তিনি নিজেই ডুবে মারা যান। জুলেখা তিন সন্তানের মা। তার বড় ছেলে রাকিব নওপাড়া উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র, রকিব ৫ম শ্রেণির ছাত্র এবং তানজিনা দ্বিতীয় শ্রেণির ছাত্রী। তার স্বামী হারেছ মিয়া ঢাকা শহরে রিকসা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। নৌকাডুবিতে নারীর মৃত্যুর খবর পেয়ে নওপাড়া ইউনিয়নের কুতুবপুর ও ইটাচকি গ্রামের ত্রান বিতরনকাজে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম শোকার্তদের পাশে ছুটে যান।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নূরুল ইসলাম, সহকারি কমিশনার ভূমি মো. রাজিব হোসেন ও নওপাড়া ইউপি চেয়ারম্যান এডভোকেট সারোয়ার জাহান কাউসার। ইউএনও জেলা প্রশাসনের পক্ষ থেকে শোকার্ত পরিবারের সদস্যদের হাতে নগদ ১০ হাজার টাকা ও কিছু খাদ্য সহায়তা তুলে দেন।

ইউএনও জানান, নৌকাডুবির ঘটনায় মৃত নারীর পরিবারকে সুযোগ পেলে পরবর্তীতে আরো সহায়তা করা হবে।

(এসবি/এসপি/জুন ২১, ২০২২)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test