E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কেন্দুয়ায় ২০০ পরিবারকে ত্রাণ সহায়তা, রান্না করা খাবারও দিল পুলিশ

২০২২ জুন ২১ ১৭:৩৩:০২
কেন্দুয়ায় ২০০ পরিবারকে ত্রাণ সহায়তা, রান্না করা খাবারও দিল পুলিশ

কেন্দুয়া প্রতিনিধি : কেন্দুয়া উপজেলায় কান্দিউড়া ও নওপাড়া ইউনিয়নের নৌকায় ঘুরে ঘুরে বন্যায় ক্ষতিগ্রস্থ ২০০ পরিবারকে ত্রাণ সহায়তা দেয়া হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে মঙ্গলবার ১১টায় নওপাড়া ইউনিয়নের কাউরাট ইটাচকি ও কুতুবপুর বিলপাড়া গ্রামে ১০০ পরিবারের হাতে খাদ্য সহায়তা তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নূরুল ইসলাম, ইউএনও মাহমুদা বেগম, সহকারি কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন ও নওপাড়া ইউপি চেয়ারম্যান এডভোকেট সারোয়ার জাহান কাউসার। অপর দিকে নেত্রকোণা জেলা পুলিশ সুপার আকবর আলী মুন্সির পক্ষে কান্দিউড়া, নওপাড়া ও বলাইশিমুল ইউনিয়নের ক্ষতিগ্রস্থ ১০০ পরিবারের হাতেও দেয়া হয় মানবিক খাদ্য সহায়তা।

কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আলী হোসেন পিপিএম জানান, মানবিক সহায়তার পাশাপাশি অসহায় ১০০ লোকের মাঝে রান্না করা খাবার বিতরন করা হয়েছে। তিনি জানান, পর্যায়ক্রমে পুলিশের এ উদ্যোগে অব্যাহত থাকবে। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানদেরকে জরুরী তালিকা করে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন।

এসময় তিনি বলেন, সরকার সাধ্যমত ক্ষতিগ্রস্থদের সহযোগিতা করবে। তবে যাতে ক্ষতিগ্রস্থ ব্যক্তিরাই সরকারের এ মানবিক সহযোগিতা পায় এবং কোন অনিয়ম না হয় সেদিকে সকলকে খেয়াল রাখার আহবান জানান।

(এসবি/এসপি/জুন ২১, ২০২২)

পাঠকের মতামত:

২৩ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test