E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঈশ্বরগঞ্জে কোরবানি পশুর দাম পাওয়া নিয়ে শংকায় খামারিরা

২০২২ জুন ২১ ১৯:০২:০৮
ঈশ্বরগঞ্জে কোরবানি পশুর দাম পাওয়া নিয়ে শংকায় খামারিরা

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি : আসন্ন ঈদ-উল-আযহাকে সামনে রেখে কোরবানির পশু পরিচর্চায় ঈশ্বরগঞ্জ উপজেলার খামারিরা ব্যস্ত সময় পার করছেন। খামার ছাড়াও কৃষকের বাড়িতে রয়েছে বেশিরভাগ গরু ও ছাগল। 

খামারিরা সারা বছর পশু বিক্রি না করে কোরবানির সময় চাদিহা বেশি থাকায় এ সময়টার জন্য অপেক্ষা করে অধিকলাভে বিক্রি করার জন্য। এ বছর বাজারে গো খাদ্যের মূল্য বৃদ্ধি এবং অসময়ে অধিক বৃষ্টিপাতের কারনে ধানের খর পঁচে নষ্ট হয়ে যাওয়ায় খামারিদের পশুপালনের ব্যয় বেশি হয়েছে। দেশে অর্থনৈতিক মন্দা থাকা এবং পশুপালন খরচ বেড়ে যাওয়ায় গত বছরের চেয়ে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় বেশি দামে পশু বিক্রি করতে না পারার শঙ্কা দেখা দিয়েছে খামারিদের মাঝে।

ঈশ্বরগঞ্জ প্রাণিসম্পদ কার্যালয় সূত্রে জানা যায় এবছর উপজেলায় কোরবানি চাহিদা রয়েছে ৯ হাজার ৩শ ৫০টি পশুর যার বিপরীতে প্রস্তুত রয়েছে ৫ হাজার ৬শ ৮৩ টি গরু ও ৩ হাজার ৮শ ৮৭টি খাসিসহ মোট ৯ হাজার ৫শ ৭০টি পশু। তবে ঈদ বাজারের পূর্ব মুহূর্তে অনেক গরুর শরীরে লাম্পিং স্কিন রোগ দেখা দেওয়ায় গরুর দামে প্রভাব পড়তে পারে বলে খামারিদের সাথে কথা বলে জানা যায়। সেক্ষেত্রে খামারিরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হতে পারে।

চরনিখলা গ্রামের ছাগলের খামারের মালিক লিটন রাজভর জানান, সারা বছরই কম বেশি ছাগল বিক্রি করা হয় কিন্তু ঈদ-উল-আযহা উপলক্ষে ভালো দামে এবং অধিক পরিমাণে বিক্রি করা যায়। ১৯৯২ সালে ছাত্র অবস্থায় ছাগল পালন শুরু করেন। বছরে প্রায় ৩৫ টির মতো ছাগল বিক্রি করেন বলে তিনি জানান।

উপজেলার মরিচারচর গ্রামের ইজদানী ডেইরী ফার্ম এর মালিক নূর ইজদানী হিমেল জানান তার ফর্মে ১৬টি গরু রয়েছে তবে সবগুলো এই ঈদ উল আযহা উপলক্ষে বিক্রি করা হবে না। খামারের সাথে চাষ করা হয়েছে কাঁচা ঘাষ (নেপিয়ার)। যার ফলে খর বা ভূষির ব্যবহার কম হয়। বছরে খামার থেকে খরচ বাদ দেওয়ার পর প্রায় ৬ লক্ষাধিক টাকা আয় করছেন বলে তিনি জানান।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু সাদাত মো. সায়েম বলেন, এ বছর খাদ্য সংকট অনেক বেশি তাই উৎপাদন খরচও বৃদ্ধি পেয়েছে এজন্য খামারিদের ঈদ-উল-আযহার আগ পর্যন্ত পশুকে কাঁচা ঘাস খাওয়ানোর পরামর্শ দেওয়া হচ্ছে। কাচাঁ ঘাস খাওয়ালে পশুর শরীর যেমন ভালো থাকবে তেমনি উৎপাদন খরচও কমে আসবে।

(এন/এসপি/জুন ২১, ২০২২)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test