E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কাপাসিয়া বাজারের পথচারী চলাচলের রাস্তা অবৈধ দখল উচ্ছেদ

২০২২ জুন ২২ ১২:০৩:১৭
কাপাসিয়া বাজারের পথচারী চলাচলের রাস্তা অবৈধ দখল উচ্ছেদ

সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া : গাজীপুরের কাপাসিয়া সদর বাজারের পথচারী চলাচলের রাস্তা ও ফুটপাত দখল করে অবৈধ ভাবে ব্যবসা পরিচালনা করার কারনে  বাজারের কয়েকজন ব্যবসায়ীর কাছ থেকে জড়িমানা আদায় করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে অবৈধ দখল উচ্ছেদ অভিযানে পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়াা ইয়াসমিন।

এ সময় অবৈধ দখলে থাকা ৬ ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া ইয়াসমিন বলেন, বাজারে এতো অবৈধ দোকান ও মালামালগুলোর জন্য ইজারাদার টাকা নিয়ে বসিয়েছে বলে অভিযোগ পাওয়ার পর এ অভিযান চালানো হয়। অভিযান চালানোর সময় দোকানদারা বলেন, ইজারাদারকে টাকা দিয়ে রাস্তা বন্ধ করে তারা দোকান বসিয়েছেন।

তিনি আরো বলেন, এই অবৈধ দোকান ও মালামাল গুলোর জন্য ইজারাদারকে দোকানদার মাসে ভাড়াও দেয়। এভাবে ভাড়া সরকারী সম্পত্তি ভাড়া দেওয়ার কোনো এখতিয়ার বা অনুমতি ইজারাদারের নেই। এ ছাড়া উপজেলা প্রশাসন ও কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতি বার বার অবৈধ ভাবে রাস্তা ও ফুটপাত দখল করার ব্যবসা না করার জন্য অনুরোধ করার হলে বাজারের ব্যবসায়ীরা এতে কর্ণপাত করেন নি, ফলে এ অভিযান পরিচালনা করা হয় বলে সুত্র জানান। অবৈধ ভাবে রাস্তা ও ফুটপাত দখল করার অপরাধে ছয় ব্যবসায়ীদেরকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। তিনি পরবর্তী সময় আবার অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে জানান।

(এসকেডি/এএস/জুন ২২, ২০২২)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test