E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

উচ্চ আদালতের নির্দেশ

চট্টগ্রাম ওয়াসার পানি পরীক্ষা করবে বিশেষজ্ঞ টিম

২০২২ জুন ২২ ১৬:৪৯:১২
চট্টগ্রাম ওয়াসার পানি পরীক্ষা করবে বিশেষজ্ঞ টিম

জে.জাহেদ, চট্টগ্রাম : চট্টগ্রাম ওয়াসার পানি নিয়ে গত ৬ মার্চ এক রিটের প্রেক্ষিতে পানি পরীক্ষা করতে চার সদস্যের কমিটি গঠনের আদেশ দেন উচ্চ আদালত। কমিটিকে পানি পরীক্ষা করে এক মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়।

সেই আবেদনের প্রেক্ষিতে ওয়াসার পানিতে কোনো সমস্যা আছে কি-না তা দেখতে ২৪টি পয়েন্টের নমুনা নিয়ে পরীক্ষা করা হচ্ছে ৩টি ল্যাবে। ১৩ জুন থেকে শুরু হয়েছে এই নমুনা সংগ্রহ। এখন পর্যন্ত বেশিরভাগ পয়েন্টের নমুনা সংগ্রহ করা হয়েছে।

নমুনার পানি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের মাইক্রোবায়োলজি বিভাগ, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) ও পরিবেশ অধিদপ্তরের ল্যাবে পরীক্ষা করা হচ্ছে।

বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিনের নেতৃত্বাধীন এই কমিটিতে আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. মো. জোবাইদুল আলম, বিসিএসআইআরের প্রতিনিধি ড. দীপংকর চক্রবর্তী ও পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি মো. কামরুল হাসান।

যেসব পয়েন্টের নমুনা নেওয়া হচ্ছে

চট্টগ্রাম ওয়াসার পাঁচটি শোধনাগার, ১০টি বিতরণ পয়েন্ট ও গ্রাহক পর্যায়ে চারটি পয়েন্ট থেকে পানির নমুনা নেওয়া হচ্ছে। এর মধ্যে পাঁচ শোধনাগার হলো– রাঙ্গুনিয়ায় অবস্থিত শেখ হাসিনা পানি শোধনাগার, শেখ হাসিনা পানি শোধনাগার–২, শেখ রাসেল পানি শোধনাগার, মোহরা পানি শোধনাগার ও কালুরঘাট আয়রণ রিমুভ্যাল প্ল্যান্ট ও বুস্টিং স্টেশন।

১০টি বিতরণ পয়েন্ট হলো– পতেঙ্গা, ডিটি রোড, হালিশহর বি ব্লক, হালিশহর ঈদগা কাঁচা রাস্তা, আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা, জামালখান, চান্দগাঁও আবাসিক এলাকা, চকবাজার পারসিভ্যাল হিল, মুরাদপুরের মোহাম্মদপুর আবাসিক এলাকা ও বাকলিয়ার কেবি আমান আলী রোড।

অন্যদিকে গ্রাহক পর্যায়ে বড়পুল হালিশহর জি ব্লক, মেহেদীবাগের আমীরবাগ আবাসিক এলাকা, চকবাজারের প্যারেড কর্নার ও খাজা রোডের বাদামতল এলাকা থেকে পানির নমুনা সংগ্রহ করা হচ্ছে।

কমিটির সদস্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. মো. জোবাইদুল আলম বলেন, ‘এখন পর্যন্ত ওয়াসার ১৩ পয়েন্টের পানির নমুনা নিয়েছি আমরা। সেগুলো পৃথকভাবে তিন জায়গায় পরীক্ষা করা হচ্ছে। এখনো অর্ধেক পয়েন্টের নমুনা নেওয়া বাকি আছে। আগে আমরা সব পয়েন্টের নমুনা সংগ্রহ শেষ করি। তারপর বিস্তারিত বলতে পারবো। সব নমুনা সংগ্রহ শেষে পরীক্ষা করেই পূর্ণাঙ্গ প্রতিবেদন দেবো।

(জেজে/এসপি/জুন ২২, ২০২২)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test