E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁয় এক প্রতারক আটক 

২০২২ জুন ২২ ১৭:১৭:১৪
নওগাঁয় এক প্রতারক আটক 

নওগাঁ প্রতিনিধি : র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল দল ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সহকারি পুলিশ সুপার মোঃ মাসুদ রানা এবং কোম্পানী উপ-অধিনায়ক সহকারি পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে মঙ্গলবার দিনগত রাত ১২টা ৪৫ মিনিটে নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার নজিপুর পৌরসভার ৫ নং ওয়ার্ডের পুঁইয়ার মোড় থেকে নগদ ৪৩ হাজার টাকা, ২টি মোবাইল, ১টি ভূয়া নিয়োগপত্র, ১টি ভুয়া মৌখিক পরীক্ষার প্রবেশপত্রসহ প্রতারণা মামলার অভিযুক্ত আসামী মোঃ জুয়েল চৌধুরী (৩২), পিতা-মোঃ আব্দুল করিম চৌধুরী, সাং-কোবদাসপাড়া, থানা ও জেলা-সিরাজগঞ্জকে হাতেনাতে আটক করা হয়। 

উল্লেখ্য যে, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে অনেক সাধারণ মানুষের সাথে প্রতারণা করে লাখ লাখ টাকা আত্মসাৎ করে আসছে। অভিযুক্ত প্রতারক জুয়েল রানাকে ভিকটিম মোঃ জয়নুলের ছেলেকে চাকরি দিবে বলে ৩লাখ ৭০ হাজার টাকা প্রদান করে এবং বিনিময়ে অভিযুক্ত ভিকটিমকে ও তার ছেলেকে ১টি ভূয়া প্রবেশপত্র এবং ২টি ভূয়া সিআইডির অফিস সহায়ক পদের নিয়োগপত্র প্রদান করে। এর বিনিময়ে আরও ১ লাখ টাকা দাবি করে। তার কথা বার্তা অসামঞ্জস্য মনে হলে ভিকটিম নিয়োগপত্র নিয়ে টাকা দিতে অস্বীকৃতি জানায় এবং গোপনে র‌্যাবের টহল টিমকে সংবাদ দিলে আমাদের অপারেশন টিম প্রতারককে গ্রেফতার ও ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়। এব্যাপারে নওগাঁর পত্নীতলা থানায় একটি মামলা হয়েছে।

(বিএস/এসপি/জুন ২২, ২০২২)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test