E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁয় ১৫ কোটি টাকা ব্যয়ে রাস্তা নির্মাণে অনিয়ম

২০২২ জুন ২২ ১৭:২১:৪৩
নওগাঁয় ১৫ কোটি টাকা ব্যয়ে রাস্তা নির্মাণে অনিয়ম

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরসহ তিন উপজেলা শহরে সড়ক ও জনপথ বিভাগের ১৫ কোটি টাকা ব্যয়ে রিজিন্ট পেপমেন্ট প্রকল্পের রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে।

চলতি ২০২১/২২ অর্থ বছরে সড়ক ও জনপথ বিভাগের অর্থায়নে ১৪ কোটি ৫৪ লাখ ৩৯ হাজার ১৩৬ টাকা ব্যয়ে রিজিন্ট পেপমেন্ট প্রকল্পের মাধ্যমে জেলার মহাদেবপুর, বদলগাছী এবং পত্নীতলা উপজেলার নজিপুর পৌরসভা এলাকায় প্রায় ৪ কিলোমিটার রাস্তা নির্মাণের উদ্যোগ নেয়। নির্মানাধীন মহাদেবপুর উপজেলা শহরের প্রায় এক কিলোমিটার রাস্তার বিভিন্ন স্থানে ডাইলিনে ফাটল দেখা দিয়েছে।

অভিযোগ রয়েছে এ রাস্তায় ২০ মিলি রডের পরিবর্তে ১৬ মিলি, ১২ মিলি রডের পরিবর্তে ১০ মিলি রড ব্যবহার করা হচ্ছে। নির্মানাধীন ওইসব রাস্তার ডাইলিন, কংক্রিট ঢালাই ও এইচবি রাস্তা নির্মাণে নিম্নমানের সিমেন্ট, রড ও দুই নম্বর ইট এবং অন্যান্য নির্মাণ সামগ্রী ব্যবহার করা হচ্ছে।

সুত্র মতে, সিডিউলে ডাইলিন কংক্রিট ঢালাই রাস্তা নির্মাণে উচ্চতা ২৩০.৮ মিলি মিটার থাকলেও সেখানে কমিয়ে ২০০ থেকে ২১০ মিলি মিটারে নামিয়ে কাজ করা হচ্ছে। উপজেলার রিজিন্ট পেপমেন্ট প্রকল্পের ফাটল দেখা দেয়া ডাইলিনের বিভিন্ন স্থানে সিমেন্টের প্রলেপ দিয়ে দ্রুত এ প্রকল্পের সমাপ্তি টানতে ঠিকাদারের শ্রমিকরা দিনরাত কাজ করছে।

সড়ক ও জনপথ বিভাগের পত্নীতলা উপ-আঞ্চলিক কার্যালয়ের এসও নূরে-আকমেল জানান, গত প্রায় ৫ মাস আগে এ প্রকল্পের কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হলেও চলতি জুন মাসের প্রথম সপ্তাহে আনুষ্ঠানিক ভাবে কাজ শুরু করে ঠিকাদারী প্রতিষ্ঠান। এ প্রকল্পের আওতায় জেলার মহাদেবপুর উপজেলা শহরের ঘোষপাড়া মোড় থেকে মডেল উচ্চ বিদ্যালয় মোড় সংলগ্ন এলাকা পর্যন্ত ৭ শ"৫০ মিটার ডাইলিন কংক্রিট ঢালাই রাস্তা, বদলগাছী উপজেলা শহরে ২ হাজার ১শ’ মিটার এইচবি সড়ক ও পত্নীতলা উপজেলার নজিপুর পৌরসভা এলাকায় ১ হাজার মিটার ডাইলিন কংক্রিট ঢালাই রাস্তা নির্মানাধীন রয়েছে।

সড়ক ও জনপথ বিভাগের তত্বাবধানে এ প্রকল্প বাস্তবায়নে কাজ করছে ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স তমা কনস্ট্রাকশন এবং মেসার্স ইঞ্জিনিয়ারিং লিঃ জয়েন্ট ভেঞ্চার। সিডিউলের তোয়াক্কা না করে কাজ করছেন সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠান। রিজিন্ট পেপমেন্ট প্রকল্পের ওইসব রাস্তার কাজ করলেও অদৃশ্য শক্তির জোরে সংশ্লিষ্ট সড়ক ও জনপথ বিভাগের কর্তা ব্যক্তিরা নীরব দর্শকের ভূমিকা পালন করছেন বলে স্থানীয় লোকজনের অভিযোগ। ওইসব অভিযোগের সত্যতা স্বীকার করে নওগাঁ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ সাজেদুর রহমান কাজের মান নিয়ে অসন্তোস প্রকাশ করেন এবং পুনরায় ডাইলিন করার নির্দেশ দেন ঠিকাদারী প্রতিষ্ঠানকে।

তবে সড়ক ও জনপথ বিভাগের ওই নির্বাহী প্রকৌশলীর নির্দেশ কোন কাজেই আসেনি। বরং সড়ক ও জনপথ বিভাগেরপত্নীতলাউপ-কার্যালয়ের সহকারী প্রকৌশলী মোঃ মোজাম্মেল হকের উপস্থিতিতেই ঠিকাদারের লোকজন এবং শ্রমিকরা নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করলেও তিনি নীরব দর্শকের ভূমিকা পালন করছেন বলে অভিযোগ রয়েছে।

এদিকে সড়ক জনপথ ও সেতু মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য এবং নওগাঁ-৩ আসনের সাংসদ আলহাজ্ব মোঃ ছলিম উদ্দিন তরফদার সেলিম বলেন, এ প্রকল্পে কোন অনিয়ম হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

(বিএস/এসপি/জুন ২২, ২০২২)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test