E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নতুন করারোপ ছাড়াই লক্ষ্মীপুর পৌরসভায় বাজেট ঘোষণা

২০২২ জুন ২২ ১৮:৫৩:০৬
নতুন করারোপ ছাড়াই লক্ষ্মীপুর পৌরসভায় বাজেট ঘোষণা

শিমুল সাহা, লক্ষ্মীপুর : নতুন করারোপ ছাড়াই লক্ষ্মীপুর পৌরসভায় ২০২২-২০২৩ অর্থ বছরে প্রায় ১১৫ কোটি টাকার বাজেট ঘোষণা করেন পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভুইয়া। আজ বুধবার বেলা ১১ টায় হ্যাপী হল রোডে জনতার ঘরে এই বাজেট ঘোষনা করেন পৌর মেয়র। জনমুখী এই বাজেটে মুক্তিযোদ্ধাদের ট্যাক্স ও পানির বিল মওকুপসহ পৌরবাসীর আশা আখাংকার প্রতিফলন ঘটাবে বলে মনে করেন পৌর মেয়র।

এসময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য এডভোকেট নূর উদ্দিন চৌধুরী নয়ন, অতিরিক্ত জেলা প্রশাসক নূরে আলম, অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ, জেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাবেক সংসদ সদস্য মোহাম্মদ উল্যা, প্রেস ক্লাবের সভাপতি হোসাইন আহম্মদ হেলাল প্রমুখ।

বাজেট বিবৃতি থেকে জানা যায়,২০২২-২৩ অর্থ বছরে লক্ষ্মীপুর পৌরসভায় ১১৫ কোটি ৮ লাখ ৮৩ হাজার ৯২৬ টাকা বাজেট ধরা হয়েছে।

এরমধ্যে ৪৩ কোটি ৯৮ লাখ ৫০ হাজার টাকা রাজস্ব খাতে ও উন্নয়ন খাতে ৭০ কোটি ২৫ লাখ টাকা আয় ধরা হয়েছে।
এছাড়া প্রারম্ভিক স্থিতি ৮৫ লাখ ৩৩ হাজার ৯২৬ টাকা ধরা হয়েছে। বাজেটে ব্যায় ধরা হয়েছে ১১৪ কোটি ৭২ লাখ ৩২ হাজার টাকা। উদ্ধৃত বাজেট ধরা হয়েছে ৩৬ লাখ ৫১ হাজার ৬২৫ টাকা।

বাজেট ঘোষণা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া। এতে আরও উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর পৌরসভার কাউন্সিলরবৃন্দ, সচিবসহ অন্যান্য কর্মকর্তারা।

(এস/এসপি/জুন ২২, ২০২২)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test