E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মোংলায় গৃহবধূর গলায় সাপ পেঁচিয়ে মালামাল লুটের চেষ্টা, ৩ প্রতারক গ্রেফতার

২০২২ জুন ২২ ১৮:৫৯:২০
মোংলায় গৃহবধূর গলায় সাপ পেঁচিয়ে মালামাল লুটের চেষ্টা, ৩ প্রতারক গ্রেফতার

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোংলা উপজেলার পল্লীতে তাবিজ বিক্রেতা সেজে ৩ প্রতারক এক গৃহবধূর বাড়ীতে ঢুকে তার গলায় সাপ পেচিয়ে মালামাল নিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা তাদের গনধোলইদিয়ে পুলিশে সোপর্দ করেছে। 

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলায় মিঠাখালী ইউনিয়নের টাটিবুনিয়া গ্রামে এঘটনার পর উত্তেজিত জনতার কবল থেকে ওই ৩ প্রতারক উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দিয়ে বুধবার দুপুরে বাগেরহাট আদালতে পাঠালে বিচারক তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছে। অন্যদিকে গৃহবধূর গলায় সাপ পেচিয়ে দেয়া সাপটি উদ্ধার করে মঙ্গলবার রাতেই সুন্দরবনের করমজন বন্যপ্রানী প্রজনন কেন্দ্রের বনে অবমুক্ত করা হয়েছে।

বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান ও পুলিশ পরিদর্শক এস এম আশরাফুল আলম জানায়, মঙ্গলবার সন্ধ্যায় মোংলা উপজেলায় মিঠাখালী ইউনিয়নের টাটিবুনিয়া গ্রামে তাবিজ বিত্রির কথা বলে ৩ প্রতারক আলতাফ হোসেনের বাড়ী ঢুকে তার স্ত্রী মাহফুজা বেগমের (৪৫) গলায় একটি সাপ পেচিয়ে দেয়। পরে তারা ওই গৃহবধূর বাড়ী থেকে মালামাল লুটে পায়িয়ে যেতে থাকে। এসময়ে ওই গৃহবধূর চিৎকারে লোকজন এগিয়ে এসে ৩ প্রতারককে আটক করে গনধোলাই দিতে থাকে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৩ প্রতারক বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার মিনাজুদ্দিনের ছেলে নজরুল শেখ (৫২), মোড়েলগঞ্জের রাজৈর গ্রামের কাদের তালুকদারের ছেলে জাকির তালুকদার (৪০) ও শরণখোলা উপজেলার কদমতলা গ্রামের আলতাফ ফরাজীর ছেলে মিজান ফরাজী সোহেলকে (৩৫) উত্তেজিত জনতার কবল থেকে উদ্ধার করে গ্রেফতার করে।

গৃহবধূর গলায় সাপ পেচিয়ে দেয়া সাপটি সুন্দরবন বিভাগের করমজন বন্যপ্রানী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ করিবসহ বনরক্ষীরা উদ্ধার করে মঙ্গলবার রাতেই সুন্দরবনে অবমুক্ত করে। মঙ্গলবার রাতেই ৩ প্রতারকে আহতাবস্থায় ইদ্ধার করে মোংলা হাসপাতালে চিকিৎসা চিকিৎসা দেয়া হয়। বুধবার দুপুরে মামলা দায়ের করে তাদের বাগেরহাট আদালতে পাঠালে বিচারক ৩ প্রতারকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছে।

(এসএ/এসপি/জুন ২২, ২০২২)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test