E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Technomedia Limited
Mobile Version

৪৮ ঘন্টা পর রাঙামাটিতে লঞ্চ চলাচল শুরু

২০২২ জুন ২২ ২৩:০১:২৭
৪৮ ঘন্টা পর রাঙামাটিতে লঞ্চ চলাচল শুরু

রিপন মারমা, রাঙামাটি : দীর্ঘ ৪৮ ঘণ্টা বন্ধ থাকার পর পাঁচ উপজেলা সঙ্গে রাঙামাটি সদরের লঞ্চ চলাচল স্বাভাবিক হয়েছে।

বুধবার (২২ জুন) সকাল থেকে পাঁচ উপজেলার উদ্দেশ্যে লঞ্চ ছেড়ে গেছে। একই ভাবে উপজেলা থেকেও ছেড়ে আসার খবর পাওয়া গেছে।

জেলা সদরের সঙ্গে লংগদু, বাঘাইছড়ি, বরকল, জুরাছড়ি, বিলাইছড়ি উপজেলার একমাত্র যোগাযোগের মাধ্যম নৌপথ। এই পথে প্রতিদিন ৩০ - ৩৫ টি লঞ্চ চলাচল করে।

বুধবার সকালে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন রাঙামাটির লঞ্চ মালিক সমিতির সভাপতি মঈনুদ্দিন সেলিম।

অতিবৃষ্টিতে রাঙামাটির কাপ্তাই হ্রদে ভারত থেকে নেমে আসে ঢলের পানি। পানির তীব্র স্রোতের কারণে যাত্রী নিরাপত্তার কারণে দুই দিন জেলার পাঁচ উপজেলার সঙ্গে লঞ্চ চলাচল বন্ধ ছিল। বুধবার সুবলং পয়েন্টে স্রোতের তীব্রতা কমে যাওয়ায় স্বাভাবিক হয়েছে লঞ্চ চলাচল।

গত কয়েকদিনের অতিবৃষ্টিতে ভারত থেকে নেমে আসা পানির তীব্র স্রোত দেখা দেয় কাপ্তাই হ্রদের সুবলং পয়েন্টে। এ জন্য দুর্ঘটনা এড়াতে পাঁচ উপজেলার সঙ্গে জেলা সদরের লঞ্চ চলাচল বন্ধ করে দিতে বাধ্য হয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল ও যাত্রী পরিবহন সংস্থা রাঙামাটি জোন। পরে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় এবং স্রোতের তীব্রতা কিছুটা কমায় ৪৮ ঘণ্টা পর আবারও চালু হয় লঞ্চ।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল ও যাত্রী পরিবহন সংস্থা রাঙামাটি জোনের চেয়ারম্যান মঈনুদ্দীন সেলিম গণমাধ্যমকে বলেন, ‘দুর্ঘটনা এড়াতে আমরা সোম ও মঙ্গলবার পাঁচ উপজেলার সঙ্গে লঞ্চ চলাচল বন্ধ করতে বাধ্য হই। কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বেশ কিছুটা বাড়ায় স্রোতের তীব্রতা কমেছে। এ কারণে ৪৮ ঘণ্টা পর আবারও লঞ্চ চলাচল স্বাভাবিক করা হয়েছে।

(আরএম/এএস/জুন ২২, ২০২২)

পাঠকের মতামত:

২৬ জুন ২০২২

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test