E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মা ইলিশ সংরক্ষণে রায়পুরে সচেতন সভা

২০১৪ অক্টোবর ০২ ১৫:২০:৫৫
মা ইলিশ সংরক্ষণে রায়পুরে সচেতন সভা

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে আগামী ৫ অক্টোবর হতে টানা ১১ দিন মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম বাস্তবায়নের জন্য সচেতন সভা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার পুরোন বেড়ির মাছ ঘাটে এলাকায় স্থানীয় আড়তদার, মৎস্য ব্যবসায়ী ও জেলেদেরকে নিয়ে এ সভা করা হয়।

সচেতন সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মাষ্টার আরতাফ হোসেন হাওলাদার, নির্বাহী কর্মকর্তা শারমিন আলম, মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ, জেলা মৎস্য ফেডারেশনের সভাপতি মোস্তফা বেপারী ও স্থানীয় চেয়ারম্যান খালেদ দেওয়ান। এসময় বক্তারা বলেন, মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম চলাকালিন এ সময় মেঘনা নদী এলাকায় ইলিশ মাছ ধরা, বিক্রি, মজুদ, পরিবহন, সংরক্ষণ ও বিক্রয় সরকারি ভাবে নিষিদ্ধ করা হয়েছে।

(এমআরএস/জেএ/অক্টোবর ০২, ২০১৪)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test