E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁয় কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ২

২০১৪ এপ্রিল ২৭ ১৩:০৩:১৪
নওগাঁয় কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ২

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর পোরশা উপজেলার সোমনগর সুতলীপাড়া গ্রাম থেকে র‌্যাব-৫ এর বিশেষ অপারেশন দল একটি কষ্টিপাথরের বিষ্ণুমূর্তিসহ দুইজনকে আটক করেছে।

শনিবার রাত সাড়ে ১০টার দিকে আটকদের থানায় সোপর্দ করেছে র‌্যাব-৫। রবিবার সকালে আটকদের নওগাঁ জেলহাজতে পাঠানো হয়েছে।

র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর আব্দুর রহিম জানান, শনিবার সন্ধ্যায় র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের একটি বিশেষ অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোমনগর সুতলীপাড়া গ্রামের মৃত আব্দুল কাদেরের আমবাগান থেকে ৮ কেজি ৭২০ গ্রাম ওজনের একটি কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করে। সেই সঙ্গে ঘটনাস্থল থেকে ওই গ্রামের আব্দুল হান্নানের ছেলে মিজানুর রহমান (৪৪) ও আশরাফুল ইসলামের ছেলে আব্দুল মজিদকে (২৮) আটক করা হয়।

পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল আলম জানান, উদ্ধারকৃত মূর্তিটির আনুমানিক মূল্য ৩৫ লাখ টাকা। আটক দুই মূর্তি ব্যবসায়ীকে নওগাঁ জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
(এইচআর/এপ্রিল ২৭, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test