E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

২৮ এপ্রিল বিক্ষোভ ও ৪ মে গণঅনশন বিএনপির

২০১৪ এপ্রিল ২৭ ১৩:১৭:০৯
২৮ এপ্রিল বিক্ষোভ ও ৪ মে গণঅনশন বিএনপির

স্টাফ রিপোর্টার : বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও স্থায়ী কমিটির নেতৃবৃন্দসহ দলের সকল নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি ও গুম, খুনের প্রতিবাদে আগামী ২৮ এপ্রিল সারাদেশের উপজেলা, জেলা ও মহানগর পর্যায়ে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

একই দাবিতে আগামী ৪ মে সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৬ পর্যন্ত সারাদেশে উপজেলা, জেলা ও মহানগর পর্যায়ে গণঅনশনও ঘোষণা করেন মির্জা ফখরুল।

শনিবার দুপুরে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভা শেষে তিনি এই কর্মসূচিগুলো ঘোষণা করেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারবিরোধী রাজনীতিকে নির্মূল করার জন্য প্রতিনিয়ত বিএনপির নেতাকর্মীদের হত্যা ও গুম করছে এবং বিএনপির নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দায়ের করছে।

আওয়ামী লীগ সরকার গণতন্ত্রকে হত্যা করার জন্য সকল পদক্ষেপ গ্রহণ করেছেও বলে অভিযোগ করেন মির্জা আলমগীর।

বিরোধী দল নির্মূলে নীল নকশা তৈরী করেছে আওয়ামী লীগ-মন্তব্য করে মির্জা আলমগীর বলেন, সরকার আওয়ামী লীগের সশস্ত্র সন্ত্রাসী বাহিনী ও প্রশাসন যন্ত্র ব্যবহার করে বিএনপির নেতাকর্মীদের হত্যা ও গুম করছে। যাতে বিএনপিকে সকল রাজনৈতিক কর্মকান্ড থেকে দূরে রাখা যায় এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির যাতে অংশহগ্রহণ করতে না পারে।

দশম জতীয় সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগের নেতারা বলেছিলেন, এটা সংবিধান রক্ষার নির্বাচন। অতি দ্রুত আরো একটি নির্বাচনের ব্যবস্থা করা হবে।
এ প্রসঙ্গে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, কিন্তু বর্তমান সরকারের মন্ত্রীরা বলছেন, জাতীয় নির্বাচন এখন নয়, ৫ বছর পর। এই বক্তব্যের মধ্য দিয়ে সরকার বাস্তবতাকে অস্বীকার করছেন।

এসময় তিনি গণতন্ত্র রক্ষার জন্য দলমত নির্বিশেষে সকল রাজনৈতিক দল ও পেশাজীবীদের এগিয়ে আসার আহবান জানান।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে যৌথসভায় আরো উপস্থিত ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, দলের যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনু, সালাহউদ্দিন আহমেদ, মো. শাহজাহান, রুহুল কবির রিজভী, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম, যুব দলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী, সহ-দপ্তর সম্পাদক শামীমুর রহমান শামীম, আব্দুল লতিফ জনি, ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদ তালুকদার, মহিলা দলের সভাপতি নূরে আরা সাফা, সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরফত আলী সপু, জাসাসের সভাপতি এম এ মালেক, ওলামা দলের সভাপতি আব্দুল মালেক প্রমুখ।

(ওএস/এটি/এপ্রিল ২৭, ২০১৪)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test