E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁয় মসজিদে তালা, ২ দিন আজান-নামাজ বন্ধ!

২০২২ জুন ২৬ ১৮:২১:৩৫
নওগাঁয় মসজিদে তালা, ২ দিন আজান-নামাজ বন্ধ!

নওগাঁ প্রতিনিধি : নওগাঁ সদর উপজেলার তিলকপুর ইউনিয়নের দেবীপুর গ্রামের হযরত ওমর(রাঃ) জামে মসজিদ তালা বদ্ধ থাকায় ২দিন যাবত আজান-নামাজ বন্ধ রয়েছে। মসজিদে যাতায়াতের জন্য সরকারী ৪শতক জমির বিরোধকে কেন্দ্র করে ওই জমির দখলদার আব্দুর রাজ্জাক শনিবার (২৫ জুন) দুপুরে মসজিদটিতে তালা দিয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।  তালা বদ্ধ মসজিদে ইবাদত-বন্দেগীর সুযোগ থেকে বঞ্চিত হওয়ায় এলাকার ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। 

এ বিষয়ে মসজিদ কমিটির সভাপতি এনামুল হক বাদী হয়ে শনিবার(২৫জুন) রাতে নওগাঁ সদর মডেল থানায় আব্দুর রাজ্জাকসহ ৫জনের নামে একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি মসজিদটি উচ্ছেদসহ ভাংচুরের চেষ্টা এবং মুল দরজায় একএক করে ৩টি তালা লাগানোর অভিযোগ করেন। আব্দুর রাজ্জাকের সন্ত্রাসী বাহিনী দেশিয় অস্ত্রসহ মসজিদের আশেপাশে পাঁয়তারা করছে এবং মসজিদে নামাজ পড়তে আসা মুসল্লীদের ধাওয়া করে প্রাণ নাশের হুমকি প্রদান করায় এলাকার ধর্মপ্রাণ মুসল্লীগন মসজিদে আযান দেয়া এবং নামাজ পড়তে পারেনি বলেও তিনি অভিযোগে উল্লেখ করেন।

অভিযোগের অনুলিপি ধর্ম মন্ত্রনালয়ের মন্ত্রী, খাদ্য মন্ত্রনালয়ের মন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর প্রদান করা হয়েছে।

নওগাঁ সদর উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, গত (২৪মে) সরকারি জমি দখলমুক্ত করা ও অবৈধভাবে ভোগদখল করার জন্য আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবিতে নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলার সহকারী কমিশনার (ভূমি)সহ সংশ্লিষ্ট দপ্তরে এলাকাবাসীর পক্ষে হাবিবুর রহমান নামে এক ব্যক্তি লিখিতভাবে আবেদন করেন। ওই সময় স্থানীয় এবং সদর উপজেলা ভূমি অফিস থেকে একাধিক কর্মকর্তা সরেজমিনে এসে আব্দুর রাজ্জাকের দখলে থাকা সরকারী ৪শতক জমি ছেড়ে দিতে বলা হয়েছিল যা এখনো তিনি ছেড়ে দেননি।

এ বিষয়ে আব্দুর রাজ্জাক সরকারী খাস জমির প্রসঙ্গ এড়িয়ে বলেন, মোফাজ্জল হোসেনের মসজিদের নামে দান করা জমির দলিলে অনেক ভুল আছে। নামাজেও অনেক ভুল আছে। ওটা না কি আহলে হাদিসের মসজিদ আবার শুনি হানাফি মাযহাবের মসজিদ। এসব বিষয়ে আমি চেয়ারম্যানের কাছে দরখাস্ত দিয়েছিলাম। ওই পক্ষ উপস্থিত না হওয়ায় চেয়ারম্যান নিজে এসে মসজিদে তালা মেরেছে যাতে তারা চেয়ারম্যানের কাছে যেতে বাধ্য হয়।

নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জুয়েল বলেন, এই ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। তিনি বলেন, বিষটি যেহেতু জমাজমি এবং মসজিদ সংক্রান্ত এজন্য বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ইসলামীক ফাউন্ডেশনের দেখার কথা।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা ইমাম উদ্দিন বলেন, এবিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। সরকারি জমি দখলমুক্তের বিষয়ে সদর সহকারী কমিশনার(ভূমি)কে ইতোমধ্যে দ্বায়িত্ব দেয়া হয়েছে। আগামী সপ্তাহের মধ্যে অবশ্যই সেটি দখলমুক্ত করা হবে।

(বিএস/এসপি/জুন ২৬, ২০২২)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test