E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

নারায়ণগঞ্জ ক্লাব মার্কেটে ওয়ালটন ও র্মাসেল কোম্পানির শোরুমে অগ্নিকাণ্ড

২০২২ জুন ২৬ ১৮:২৭:৩৫
নারায়ণগঞ্জ ক্লাব মার্কেটে ওয়ালটন ও র্মাসেল কোম্পানির শোরুমে অগ্নিকাণ্ড

মোঃ শান্ত, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ ক্লাব মার্কেটের নিচ তলায় নিউ ন্যাশনাল ইলেকট্রনিকসের দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিটের কারনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট প্রায় ঘন্টাখানেক কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।  

আজ রবিবার দুপুর সাড়ে ৩টার সময় ওয়ালটন ও র্মাসেল কোম্পানির এই শোরুমে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, হটাৎ করে দোকানের ভেতরের একটি সিলিং ফ্যান থেকে আগুন লেগে সম্পূর্ণ দোকানের ভেতরে অল্প সময়ের মধ্যে ছড়িয়ে পড়ে। এসময় আসেপাশের দোকানদার, তাদের কর্মচারিরা ও জনসাধারণ মিলে আগুন নিভানোর কাজ শুরু করে। এর কিছু সময়ের মধ্যেই ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

এঘটনায় নগদ অর্থ সহ আনুমানিক অর্ধ কোটি টাকার মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায় আশেপাশের ব্যবসায়িদের কাছ থেকে।

ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, আমাদের ফোনে কল করে খবর দেয়ার ১০ মিনিটের মধ্যে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। আমাদের সুদক্ষ ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে ও বড় ধরনের ক্ষয়ক্ষতি হওয়ার পূর্বেই আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তিনি আরো বলেন, এখন পর্যন্ত আহতের কোন খবর পাওয়া যায়নি এবং ক্ষতির পরিমাণ তদন্ত করে জানানো হবে। প্রার্থমিকভাবে ধারনা করা যাচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

(এস/এসপি/জুন ২৬, ২০২২)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test