E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফরিদপুরে লাইট হাউসের এইচআইভি এইডস বিষয়ক সভা 

২০২২ জুন ২৬ ১৮:৫১:০১
ফরিদপুরে লাইট হাউসের এইচআইভি এইডস বিষয়ক সভা 

দিলীপ চন্দ, ফরিদপুর : দেশের ঝুঁকিপূর্ণ পুরুষ ও হিজরা জনগোষ্ঠির এইডস পরীক্ষা, সনাক্তদের চিকিৎসা নিশ্চিত করা সর্বপরি আচরণ পরিবর্তনের মধ্য দিয়ে একটি এইচআইভি এইডস মুক্ত বাংলাদেশ গড়তে লাইট হাউসের আয়োজনে রবিবার সিভিল সার্জন কায়ালয়ে এক সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন ডেপুটি সিভিল সার্জন ডা. শাহ মোহাম্মদ বদরুদ্দোজা। লাইট হাউস জেলা ইনচার্জ মো. পলাশ খানের সঞ্চালনায় সভায় আলোচনায় অংশগ্রহণ করেন এ্যাডভোকেট আসাদুজ্জামান, ফরিদপুর পৌরসভার কাউন্সিলর বিধান কুমার সাহা, ডেমিয়েন ফাউন্ডেশনের প্রকল্প পরিচালন শেখ মনির উদ্দিন, টিবির মোড় জামে মজজিদের ইমাম মাওলানা মতিয়ার রহমান, সদর থানার ওসি অপারেশন আব্দুল গফফার প্রমুখ।

শেখ মনির উদ্দিন বলেন লাইট হাউস দীর্ঘদিন ব্যাপি দেশ জুড়ে এইচআইভি এইডস প্রতিরোধে কাজ করছে। ফরিদপুর জেলায় লাইট হাউস হিজড়া এবং ঝুঁকিপূণ পুরুষ জনগোষ্টির আচরণ পরিবর্তন ও এইডস প্রতিরোধে কাজ অব্যাহত রেখেছে ফলে অত্র জেলায় ঝুকিপূর্ণ জনগোষ্টির আচরন পরিবর্তনসহ এইচআইভি এইডস সংক্রমিত হার খুবই কম।

মাওলান মতিয়ার রহমান বলেন, আমাদের সর্বাগ্রে নৈতিক জীবন যাপন ও শিক্ষা একান্ত জরুরী। কেননা আইন মানুষকে পরিবর্তন করতে পারে না তা কেবল মাত্র মানুষকে একটি নিদিষ্ট নিয়মে আবদ্ধ করতে পারে মাত্র। এইডস নিমূলে তাই আমাদের সবার নৈতিক জীবন যাপন করা উচিত। আব্দুল গফফার বলেন হিজড়াদের আচরন পরিবর্তনে আমাদের সকলকে যার যার অবস্থান থেকে ভূমিকা রাখা উচিত।

শাহ মোহাম্মদ বদরুদ্দোজা বলেন, এইচআইভি সংক্রমন মানেই এইডস রোগী নয় তিনি শুধুমাত্র এইডস এর জীবানু বহন করছেন মাত্র। সুতরাং সনাক্ত হলেও ভয়ের কিছু নেই। বরং চিকিৎসাধীন থাকলে একজন এইডস রোগী দীর্ঘদিন সুস্থ্য জীবন যাপন করবেন।

উল্লেখ্য, গ্লোবাল ফান্ডের সহায়তায় আইসিডিডিআর, বির ব্যবস্থাপনায় ‘প্রায়োরাটাইজড এইচআইভি প্রিভেনশন এন্ড ট্রিটমেন্ট সার্ভিসেস ফর কি পপুলেশন ইন বাংলাদেশ’ প্রকল্পের আওতায় সভাটি অনুষ্ঠিত হয় যেখানে আইনজীবী, সংবাদকর্মী, স্কুল ও কলেজ শিক্ষক, ধর্মীয় নেতা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, চিকিৎসক, এনজিও প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।

(ডিসি/এসপি/জুন ২৬, ২০২২)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test