E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মৌলভীবাজারে পানিবন্দি দেড় হাজার মানুষকে খাবার দিলো বিএনপি

২০২২ জুন ২৬ ১৮:৫৭:২২
মৌলভীবাজারে পানিবন্দি দেড় হাজার মানুষকে খাবার দিলো বিএনপি

মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : মৌলভীবাজার সদর উপজেলায় গত কয়েকদিনের অতিবৃষ্টি ও পাহাড়ী ঢলের কারনে সৃষ্ট বন্যায় ও গ্রামগুলোতে কুশিয়ার নদীর পানি প্রবেশ করায় পানিবন্দি হয়ে পড়েছে শতশত পরিবার। চরম দুর্ভোগে পড়েছে বন্যায় আক্রান্ত হাজার হাজার মানুষ। বিশেষ করে মনুমুখ ইউনিয়ন ও খলিলপুর ইউনিয়ের বেশ কয়েকটি গ্রামে বন্যার পানি প্রবেশ করার কারনে শতশত মানুষ আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছেন। অনেকে রাস্তার উপরে অস্থায়ী ঘর বানিয়ে পরিবার নিয়ে কোনরকম বসবাস করছেন। বন্যায় আক্রান্ত হওয়ার পর থেকে পানিবন্দি হয়ে পড়া এসব পরিবার গুলোতে ত্রাণ সামগ্রী নিয়ে প্রায় প্রতিদিনই হাজির হচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দল ও স্বেচ্ছাসেবী সংগঠন গুলো। পাশাপাশি সরকারী ত্রাণ বিতরণও অব্যাহত রয়েছে আক্রান্ত এলাকা গুলোতে। 

সর্বশেষ রবিবার (২৬ জুন) সদর উপজেলার খলিলপুর ও মনুমুখ ইউনিয়নের ৫টি স্পটে প্রায় দেড় হাজার বানবাসী মানুষকে রান্না করা খাবার তুলে দেয় মৌলভীবাজার জেলা বিএনপি। দলটির সিনিয়র সহ-সভাপিত আব্দুল মুকিত এবং সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেযারম্যান ভিপি মিজানুর রহমান মিজান এর নেতৃত্বে রবিবার দুপুরে খাবারবাহী গাড়ির বহর নিয়ে ওই দুই ইউনিয়নের মোট পাঁচটি স্পটে শুরু হয় খাবার বিতরণ। শুরুতে খলিলপুর ইউনিয়নের দাউদপুর আশ্রয়কেন্দ্রে ও হামড়কুনা গ্রামের পাঁচশতাধিক মানুষের মধ্যে বিতরণ করা হয় রান্না করা খাবারের প্যাকেট ও বিশুদ্ধ মিনারেল ওয়াটার।

এর পর আজাদ বক্স উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্র, মনুমুখ পিটি উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্র, করিম কমিউনিটি সেন্টার আশ্রয়কেন্দ্র ও খলিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে বন্যার্ত মানুষের মধ্যে বিশুদ্ধ পানি ও রান্না করা খাবার বিতরন করেন বিএনপি নেতারা। খাবার বিতরণকালে সেখানে পানিবন্দি মানুষের প্রতি মানবিক সহানুভতি প্রকাশ করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেযারম্যান ভিপি মিজানুর রহমান মিজান। এসময় তিনি বানবাসী মানুষদের উদ্দেশ্যে বলেন,আমরা মানবিক কারনে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আপনাদের পাশে দাঁড়াতে এসেছি। আগামীতেও যেকোন দুর্যোগে আপনাদের পাশে থাকব।

জেলা বিএনপির সহ সাধারন সম্পাদক মুহিতুর রহমান হেলাল এর সঞ্চালনায় এ সময় সেখানে উপস্থিত ছিলেন জেলা বিএনপি'র সহ-সভাপতি আব্দুল মুকিত, জেলা বিএনপি’র সদস্য,সাবেক ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন বাদশা, যুগ্ম সম্পাদক আব্দুর রকিব সাবু,সহ সম্পাদক এম এ রশিদ, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান মজনু, সহ সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান, পৌর বিএনপির সাবেক সভাপতি ও তাঁতীদলের কেন্দ্রীয় কমিটির সদস্য এম এ হক, জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক ও পৌর বিএনপির সদস্য সচিব মনোয়ার আহমদ রহমান, জেলা বিএনপি'র সাহিত্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ইয়াওর আলী, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ও পৌর কাউন্সিলর আনিছুজ্জামান বায়েছ, জেলা বিএনপি সদস্য ও ১নং খলিলপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু মিয়া চৌধুরী, ২নং মনুমুখ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খালিছুর রহমান, জেলা যুবদলের সহ সভাপতি জলিল আহমদ, জেলা ছাত্রদলের সভাপতি রুবেল আহমদ, সদর উপজেলা বিএনপির সহ অর্থ বিষয়ক সম্পাদক মুহিবুর রহমান ডিপলু, জাসাসের যুগ্ম আহবায়ক ওয়াহিদুর রহমান জুনেদ, বিএনপি নেতা সাহাব উদ্দিন, মনুমুখ ইউনিয়ন বিএনপি নেতা জিলাদ আহমদ, খলিলপুর ইউপি বিএনপির সাধারন সম্পাদক আবুল হোসেন, ইউপি সদস্য শাহ ইমরান সাজু, সদর উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব মামুনুর রশিদ মামুনসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা।

(একে/এসপি/জুন ২৬, ২০২২)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test