E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

না ফেরার দেশে চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা জুবেদ আলী

২০২২ জুন ২৬ ১৯:০৫:১৪
না ফেরার দেশে চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা জুবেদ আলী

রিপন মারমা, রাঙামাটি : মহান রবের ডাকে সাড়া দিয়ে না ফেরার দেশে চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ জুবেদ আলী। সিলেট থেকে ট্রেনে যোগে চট্টগ্রাম আসার পথে কুমিল্লা নামক স্থানে রবিবার (২৬ জুন) ভোর ৪ টা  দিকে চলন্ত ট্রেনে  স্ট্রোক করে শেষ নিঃশাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাইহে রাজেউন মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।   

এর পরে রেলওয়ে কর্তৃপক্ষ বীর মুক্তিযুদ্ধা মোঃ জুবেদ আলী মরদেহটি চট্টগ্রাম রেল পুলিশের নিকট হস্তান্তর করা পরে তাদের স্ব- পরিবার মরদেহটি কাপ্তাই নিজ বাড়িতে নিয়ে আসেন।

জানা যায়, তিনি মহান স্বাধীনতা যুদ্ধে অগ্রণী ভূমিকা পালন করেছেন এই বর্ষীয়ান রাজনীতিবিদ দীর্ঘদিন যাবত বাংলাদেশ আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। মৃত্যুকালে স্ত্রী, ৫ জন কন্যা সন্তান ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।কাপ্তাই উপজেলা ৫ নং ওয়াগ্গা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে শিলছড়িস্থ বাসিন্দা ছিলেন তিনি।

আজ বিকেল রবিবার সাড়ে ৫ টা দিকে শিলছড়িস্থ পুরাতন জামে মসজিদ ঈদগাহ মাঠ প্রাঙ্গণে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসীর জাহানও কাপ্তাই থানা ইনচার্জ জসিম উদ্দিন এবং কাপ্তাই উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড শাহাদাত হোসেন বীর মুক্তিযুদ্ধা 'কে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন করেন এর পর কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিতে কাপ্তাই থানা এসআই মোঃ আশরাফ এর নেতৃত্বের পুলিশ বীর মুক্তিযুদ্ধা'কে গার্ড অফ অনার প্রদান করেন।

পরবর্তীতে জানাজা নামাজ অনুষ্ঠিত হয় জানাজা শেষে সন্ধ্যা সাড়ে ৬ টা দিকে শিলছড়িস্থ পুরাতন জামে মসজিদ কবরস্থানে মরহুম বীর মুক্তিযুদ্ধা'কে দাপন সম্পন্ন করা হয়।

(আরএম/এসপি/জুন ২৬, ২০২২)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test