E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শেখ হাসিনাকে হত্যা প্রচেষ্টায় মৃত্যুদন্ডপ্রাপ্ত গ্রেফতার জাকারিয়া পিন্টুকে জেলে প্রেরণ

২০২২ জুন ২৭ ১৪:৫৭:২৫
শেখ হাসিনাকে হত্যা প্রচেষ্টায় মৃত্যুদন্ডপ্রাপ্ত গ্রেফতার জাকারিয়া পিন্টুকে জেলে প্রেরণ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ঈশ্বরদী রেলস্টেশনে ১৯৯৪ সালে তৎকালীন বিরোধীদলীয় নেতা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ট্রেনবহরে গুলি ও বোমা হামলা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামি বিএনপি নেতা জাকারিয়া পিন্টুকে গ্রেফতারের পর সোমবার (২৭ জুন) আদালতের মাধ্যমে জেলে প্রেরণ করা হয়েছে। ঈশ্বরদী থানার ওসি জেলে প্রেরণের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত জাকারিয়া পিন্টু ঈশ্বরদী পৌর বিএনপির বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক ও তৎকালীন ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন। গত শনিবার (২৫ জুন) রাতে কক্সবাজারের টেকনাফ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে র‌্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন গণমাধ্যমকে নিশ্চিত করেন।

থানা জানায়, আটাশ বছর আগে ১৯৯৪ সালের ২৩ সেপ্টেম্বর সকালে ঈশ্বরদী রেলওয়ে স্টেশনে তৎকালীন বিরোধীদলীয় নেতা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে বোমা ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় ২০১৯ সালে পিন্টুসহ ৯জনকে মৃত্যুদন্ড, ২৫ জনকে যাবজ্জীবন ও ১৩ জনকে দশ বছরের কারাদন্ডের দেন আদালত। গ্রেফতারকৃত জাকারিয়া পিন্টু ওই মামলার একজন পলাতক আসামি। শেখ হাসিনা হত্যাচেষ্টা ছাড়াও তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তিনি সাজাপ্রাপ্ত আসামি। র‌্যাবের গোয়েন্দা দল গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

অফিসার ইনচার্জ অরবিন্দ সরকার জানান, রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পিন্টুকে ঈশ্বরদী থানায় সোপর্দ করা হয়। সোমবার দুপুরের দিকে আদালতের মাধ্যমে তাকে জেলে পাঠানো হয়েছে।

(এসকেকে/এএস/জুন ২৭, ২০২২)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test