E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সিরাজগঞ্জে পুলিশ-বাস শ্রমিকদের সংঘর্ষে আহত ১০

২০১৪ এপ্রিল ২৭ ১৩:২৯:৩৬
সিরাজগঞ্জে পুলিশ-বাস শ্রমিকদের সংঘর্ষে আহত ১০

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে পুলিশের সঙ্গে বাস শ্রমিকদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশের এক এএসআই  ও এক পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অর্ধশতাধিক রাউন্ড টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করেছে পুলিশ।

রোববার সকাল সোয়া দশটার দিকে শহরের কেন্দ্রীয় এমএ মতিন বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষে আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহত পুলিশ সদস্যরা হলো, সিরাজগঞ্জ পুলিশ লাইনের সহকারি উপ-পরিদর্শক (এএসআই) আ. মাজেদ ও নায়েক আ. সাত্তার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকাল থেকেই বাস শ্রমিকেরা ধর্মঘটের কারনে কেন্দ্রীয় এম এ মতিন বাস টার্মিনালের সামনে অবস্থান নিয়ে যানবাহন চলাচলে বাধা দিচ্ছিল। এ সময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। এ নিয়ে পুলিশ ও শ্রমিকদের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে পুলিশের এক এ এস আই ও এক পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অর্ধশতাধিক রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, দুই শ্রমিক সংগঠনের সংঘর্ষের জের ধরে রোববার সকাল থেকে সিরাজগঞ্জে বাস ও ট্রাক শ্রমিক ইউনিয়নের ডাকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে। ধর্মঘটের প্রথম দিন ভোর থেকেই সিরাজগঞ্জ জেলার সব স্ট্যান্ড থেকে বাস ও ট্রাক চলাচল বন্ধ রয়েছে।


(ওএস/এটি/এপ্রিল ২৭, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test