E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

প্রশিক্ষণ শেষ হলেও ব্যবহারিক হয়নি!

২০২২ জুন ৩০ ১৭:০১:১৮
প্রশিক্ষণ শেষ হলেও ব্যবহারিক হয়নি!

মদন প্রতিনিধি : নেত্রকোনার মদনে মহিলা বিষয়ক অধিদপ্তরাধীন আইজিএ প্রকল্পের ভার্মি কম্পোষ্ট, মাশরুম ও মৌচাষ ৩ মাসের প্রশিক্ষণের সমাপনী হলেও ব্যবহারিক প্রশিক্ষণ পায়নি। এতে প্রশিক্ষণার্থীরা ক্ষোভ প্রকাশ করেছে। মহিলা বিষয়ক অফিস ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ৩ মাস অন্তর অন্তর মহিলা বিষয়ক অফিসে দক্ষ উদ্যোক্তা তৈরির লক্ষে বৎসরে ৪টি প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে এলাকার বেকার যুবতীরা প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ হয়ে এলাকার বেকারত্ব দূরীকরণের সহায়তা হচ্ছে। এক শ্রেণীর অসাধু কর্মচারী অসদোপায় অবলম্বনের দায়ে সরঞ্জামাদির টাকা আত্মসাৎ করায় প্রশিক্ষণার্থীদের ব্যবহারিক ক্লাশ না নেয়ায় তারা অদক্ষ থেকে যাচ্ছে।

এ ব্যাপারে বৃহস্পতিবার মহিলা বিষয়কের আইজিএ প্রকল্পের ভার্মি কম্পোষ্ট প্রশিক্ষণ কেন্দ্রে গেলে ২৫ জন প্রশিক্ষণার্থীদের মধ্যে ১৫/১৬জন উপস্থিত পাওয়া যায়। উপস্থিত প্রশিক্ষণার্থী সুবর্না আক্তার, পান্না আক্তার, সর্নালী আক্তার, নাছিমাসহ আরো অনেকে জানায়, গত ৩ মাসে ১দিনও ব্যবহারিক ক্লাশ নেয়া হয়নি। ফলে আমরা প্রশিক্ষণ বিষয়ে অদক্ষ রইলাম। এ বিষয়ে উর্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।

প্রশিক্ষক নূরনবী বলেন, ব্যবহারিকের জন্য সরঞ্জামাদি ক্রয়ের কোন টাকা না পাওয়ায় আমার ব্যক্তিগত টাকা দিয়ে পেন্সিল কিনে ব্লাকবোর্ডে লিখে প্রশিক্ষণ দিচ্ছি।

মদন মহিলা বিষয়ক কার্যালয়ের অফিস সহকারি সুফিয়া আক্তার জানায়, আগের মহিলা বিষয়ক কর্মকর্তা মাসুমা মমতাজ প্রশিক্ষণের কাঁচামাল ক্রয়ের জন্য ২৫ হাজার টাকা প্রশিক্ষক নূরনবীকে দিতে বললে আমি গত ডিসেম্বর মাসে নূরনবীকে অফিসে এনে ২৫ হাজার টাকা বুঝিয়ে দেই।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিক্তা বেগমের নিকট জানতে চাইলে তিনি জানান, প্রশিক্ষণের যাবতীয় উপকরণ আমি তাকে দিয়েছি। পূর্বতন কর্মকর্তা অফিস সহকারির মাধ্যমে প্রশিক্ষণের উপকরণ ক্রয় করার জন্য নূরনবীকে ২৫ হাজার টাকা দিয়েছে। কিন্তু এখন সে টাকা নেয়নি বলে অস্বীকার করছে। উর্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করেছি।
নেত্রকোণার জেলার মহিলা বিষয়ক উপ-পরিচালক নাজনীন সুলতানা জানান, এ বিষয়টি তদন্তাধীন আছে।

(এম/এসপি/জুন ৩০, ২০২২)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test