E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরায় জগদীশ গোস্বামী হত্যা

আর্থিক সুবিধা নিয়ে মামলা না করার পরামর্শ দিলেন ওসি

২০১৪ অক্টোবর ০৩ ১১:০৫:৫২
আর্থিক সুবিধা নিয়ে মামলা না করার পরামর্শ দিলেন ওসি

সাতক্ষীরা প্রতিনিধি : এক ব্যক্তিকে বাড়ি থেকে ডেকে নিয়ে সীমান্তে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা নেয়নি পুলিশ। উপরন্তু মামলা না করে হত্যাকারিদের কাছ থেকে টাকা নিয়ে বিষয়টি মিটিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম রহমান।

অভিযোগ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম রহমান হত্যাকারিদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করছেন।

সাতক্ষীরা সদর উপজেলার গোপীনাথপুর গ্রামের লিলি চক্রবর্তী জানান, পূর্ব বিরোধকে কেন্দ্র করে প্রতিবেশী শুকপদ গাইন, দূখে গাইনসহ কয়েকজন তার ভাই জগদীশ গোস্বামীকে গত ২৫ সেপ্টেম্বর বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। ২৭ সেপ্টেম্বর সকালে তাকে মৃতপ্রায় অবস্থায় সীমান্ত বর্তী কুশখালি ছয়ঘরিয়া ৯নং সীমানা পিলারের কাছে জিরো পয়েন্টে মৃতপ্রায় অবস্থায় পড়ে রয়েছে মর্মে তারা জানতে পারেন।

দুপুর দু’টোর দিকে কুশখালি বিজিবি ক্যাম্পের সদস্যরা তাকে একটি এম্বুলেন্সে করে সদর হাসপাতালে নিয়ে এলে জগদীশ মারা যায়। জগদীশের দু’ বুকের পাজর, হাত, পা, আঙুলসহ শরীরের কয়েকটি স্থান ভাঙা অবস্থায় ছিল। তাকে অমানুষিক নির্যাতন করে হত্যা করা হয়েছে মর্মে জানতে পেরে স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম ও ইউপি সদস্য জিল্লুর রহমান এ নিয়ে দু’ বার শালিসি বৈঠক ডেকে শুকদেব ও অন্যদের কাছ থেকে জগদীশকে পরিকল্পিত হত্যার বিষয়টি নিশ্চিত হয়ে থানায় মামলা করার পরামর্শ দেন। মামলা না করার জন্য শুকপদ গাইন ও তার লোকজন আমাকে সহ পরিবারের সদস্যদের বিভিন্নভাবে হুমকি ধামকি অব্যহত রাখে।

নিরুপায় হয়ে গত ২ অক্টোবর দুপুরে নিহতের স্ত্রী মঞ্জু রানী বাদি হয়ে শুকপদ গাইনকে প্রধান আসামীকে থানায় একটি অভিযোগ দায়ের করেন। এ সময় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আমাদেরকে মামলা না করে হত্যাকারিদের কাছ থেকে কিছু টাকা নিয়ে মীমাংসা করে নেওয়ার প্রস্তাব দেন।

লাবসা ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম জানান, শুকপদসহ কয়েকজন জগদীশকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়ার পর এ ধরণের নির্যাতনে মৃত্যুর ঘটনার দায় শুকপদ ও তার লোকজনদের উপর বর্তায়। তাই নিহতের পরিবারকে মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে।

কুশখালি বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার মো. ওয়াহিদুজ্জামান জানান, যারা গরু আনার নাম করে জগদীশকে বাড়ি থেকে ডেকে এনেছে তারাসহ যারা গরু রাখাল সিন্ডিকেট নিয়ন্ত্রণ কারিদের বিরুদ্ধে হত্যা মামলা হওয়া উচিত।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হত্যাকারিদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে বিষয়টি ভিন্নখাতে প্রভাহিত করছেন বলে অভিযোগ করেন তিনি।

এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম রহমান জানান, বাড়ি থেকে যেই ডেকে নিয়ে যাক না কেন বিএসএফ এর নির্যাতনে তার মৃত্যু হয়েছে মর্মে তার মনে হয়েছে। এজন্য কোন কাল্পনিক অভিযোগ মামলা হিসেবে নেওয়া সম্ভব নয়। কারো কাছ থেকে আর্থিক সুবিধা নেওয়ার কথা অস্বীকার করে বলেন, তদন্ত করে দেখার জন্য উপপরিদর্শক আবুল কালাম আজাদকে নির্দেশ দেওয়া হয়েছে।

(আরকে/জেএ/অক্টোবর ০৩, ২০১৪)

পাঠকের মতামত:

১১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test