E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাজবাড়ীতে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে পুরস্কার বিতরণ

২০২২ জুলাই ০৬ ১৬:৪৩:২৯
রাজবাড়ীতে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে পুরস্কার বিতরণ

একে আজাদ ও মিঠুন গোস্বামী, রাজবাড়ী : রাজবাড়ীতে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ উপলক্ষ্যে জেলা পর্যায়ে হামদ/নাত এ প্রথম স্থান অধিকার করলেন রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী তাসবী সুবহা। 

বুধবার (৬ জুলাই) সকালে রাজবাড়ীর অফিসার্স ক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করেন জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন কমিটি।

রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খানের নিকট থেকে পুরস্কার স্বরুপ ক্রেস ও সনদপত্র গ্রহণ করেন রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী তাসবী সুবহা।

এসময় দ্বিতীয় স্থান অধিকারী পাংশা সরকারি জর্জ উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী তাসফিয়া নাবা ও রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী আবিদা মারিয়াম নিধি এবং ভান্ডারিয়া সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার ছাত্র মো. ইউসুফ আলী।

জানা গেছে, তাসবী সুবহা ১০ অক্টোবর ২০১০ সালে রাজবাড়ী পৌরসভার ৩নং বেড়াডাঙ্গায় জন্মগ্রহণ করেন। সে রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী। তার পিতা মো তোফাজ্জল হোসেন সরকারি রাজেন্দ্র কলেজ ফরিদপুর (অর্থনীতি বিভাগ) অধ্যাপক হিসেবে চাকুরী করছেন। তার মা সুফিয়া আক্তার বিজলী একজন গৃহনী। সে ২০২১ সালে রাজবাড়ী টাউন মক্তব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে থেকে ৫ম শ্রেণী পাস করেন।

তাসবী সুবহা বলেন, জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ উপলক্ষ্যে রাজবাড়ী সদর উপজেলা পর্যায়ে ১ম স্থান অধিকার করেন। মুজিবশর্ত বর্ষ অনুষ্ঠানে জেলা পর্যায়ে দেশাত্ববোধক গানে ১ম স্থান অধিকারি, রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় সাধারণ নৃত্যে ১ম স্থান, দেশাত্ববোধক গানে ১ম স্থান, কবিতা আবৃত্তিতে ১ম স্থান, বার্ষিক মিলাদ মাহফিলে রচনা প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করেন। এছাড়া রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমী থেকেন নৃত্য কোর্স শেষ সম্পন্ন, সংগীত এবং আবৃত্তি দ্বিতীয় বর্ষ প্রশিক্ষণ কোর্চে অধ্যয়নরত রয়েছে। এছাড়া শিশু একাডেমীতে সংগীত, নৃত্য এবং চিত্রাঙ্কন কোর্স শেষ করেছে।

(একেএমজি/এসপি/জুলাই ০৬, ২০২২)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test