E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

২০২২ জুলাই ০৭ ১৮:২৬:৪২
রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

একে আজাদ ও মিঠুন গোস্বামী, রাজবাড়ী : রাজবাড়ীতে সড়ক বিভাজকের সঙ্গে তিন চাকার যান মাহেন্দ্র উল্টে দুজন নিহত হয়েছেন। এ ছাড়া গুরুতর আহত একজনকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (৭ জুলাই) ভোররাতে জেলা শহরের বড়পুল এলাকায় বাস মালিক গ্রুপের কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন, মতিয়ার রহমান (৩৫) ও আজিজুল ইসলাম (৩০)।মতিয়ার রহমান ঝিনাইদাহের শৈলকুপা উপজেলার নওয়াপাড়া গ্রামের আতিয়ার রহমানের ছেলে। আজিজুল একই গ্রামের নজরুল ইসলাম জোয়াদ্দারের ছেলে।

প্রত্যক্ষদর্শি একাধিক বাসশ্রমিক বলেন, ভোর সাড়ে পাঁচটার দিকে মাহেন্দ্রটি দ্রুতগতিতে আসছিল। বাস মালিক গ্রুপের কার্যালয়ের সামনে আসার পর সড়ক বিভাজকের সঙ্গে জোরে ধাক্কা খায়। এতে মাহেন্দ্রে থাকা যাত্রীরা ছিটকে পড়েন। এ সময় ঘটনাস্থলেই একজন মারা যান। আহত ব্যক্তিদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যান।

নিহত মতিয়ার রহমানের স্ত্রী শিখা খাতুনের সঙ্গে কথা বলে জানা যায়, তাঁর স্বামী পোশাক কারখানায় কাজ করতেন। গতকাল বুধবার ছুটি পাওয়ার পর দিবাগত রাত ১২টায় তাঁরা রওনা দেন। দৌলতদিয়া ঘাট পার হওয়ার পর ভোররাত সাড়ে চারটার দিকে রাজবাড়ীর পাংশার উদ্দেশে রওনা দেন। গাড়িটিতে মোট ১০ জন যাত্রী ছিলেন।

শিখা খাতুন অভিযোগ করেন, রওনা হওয়ার পর মাহেন্দ্রের চালক পথে ডিজেল নেন। এ সময় চালকের ঘুম ঘুম লাগছে বলে জানিয়েছিলেন। তাঁর সঙ্গে এক শিশুসন্তান আছে। তবে শিশুটির তেমন কোনো ক্ষতি হয়নি।

রাজবাড়ী সদর হাসপাতালের জ্যেষ্ঠ স্টাফ নার্স আবদুল্লাহ আল মামুন বলেন, হাসপাতালে পৌঁছানোর আগেই দুজন মারা গেছেন। এ ছাড়া আরও একজনের শারীরিক অবস্থা খুব গুরুতর। তাঁকে প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়ার পর ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

দুর্ঘটনায় দুজন নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাম্মদ শাহাদাত হোসেন। তিনি বলেন, এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

(একেএমজি/এসপি/জুলাই ০৭, ২০২২)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test