E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ডা. রতন ক্লিনিকে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ!

২০২২ জুলাই ০৯ ১৪:১৫:১০
ডা. রতন ক্লিনিকে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ!

একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ী‌ সদর উপজেলার পৌর শহ‌রের ‘ডা. রতন ক্লি‌নি‌ক' নামে একটি প্রাইভেট হাসপাতালে টনসিল অপারেশন কর‌তে গি‌য়ে ফি‌রোজ কাজী (৪২) না‌মে এক রোগী মৃত্যুর অভিযোগ উ‌ঠে‌ছে। এর আগেও ক্লিনিকটিতে ভুল অপারেশনে একাধিক রোগীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

শুক্রবার (৮ জুলাই) রাত ১১টার দিকে পৌর শহরের বড়পুল এলাকার ‘ডা. রতন ক্লি‌নি‌কে’ এ ঘটনা ঘটে।

ফি‌রোজ কাজী রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের সূর্য নগর এলাকার কালীনগ‌রের বাসিন্দা।

রোগীর স্বজনেরা জানান, ফিরোজ কাজী অনেকদিন ধরেই টনসিলের সমস্যায় ভুগছিলেন।

শুক্রবার (৮ এপ্রিল) সকালে তিনি টনসিলের সমস্যা নিয়ে রাজবাড়ী পৌর শহরের ডক্টরস কেয়ার নামে একটি বেসরকারি ক্লিনিকে নাক, কান, গলা রোগ বিশেষজ্ঞ ডা. হাসান আলীকে দেখান।

সেখানে ডা. হাসান আলী তাকে পরীক্ষা নিরীক্ষা করে অপারেশন করার পরামর্শ দেন। অপারেশন করানোর জন্য ডা. হাসান আলীর সাথে ফিরোজের চুক্তি হয় ১৫ হাজার টাকার। অপারেশন হবে বড়পুল এলাকার ডা. রতন ক্লিনিকে। সে অনুযায়ী বিকেলে ফিরোজ কাজী ডা. রতন ক্লিনিকে যান। ঠিক সন্ধ্যা ৭টার দিকে তাকে অপারেশন থিয়েটারে ঢুকানো হয়। অপারেশন থিয়েটারে ঢোকানোর পর দীর্ঘ সময় অতিক্রম হলেও ফিরোজকে অপারেশন থিয়েটার থেকে বের করা না হলে রোগীর স্বজন‌দের স‌ন্দেহ হয়। এরপর রাত ১১টার দিকে রোগীর স্বজনেরা অপারেশন থিয়েটারে গিয়ে দেখে ফিরোজ কাজী আর বেঁচে নেই। পরে এ ঘটনা জানাজানি হলে ডা.হাসান আলী, ক্লিনিকের নার্সসহ সকলে পালিয়ে যান।

নিহ‌তের ভাই ইউনুছ কাজী বলেন, আমার ভাইয়ের টনসিলের সমস্যা ছাড়া শারীরিক ভাবে আর কোনো সমস্যা ছিলো না। সে নিজে বিকেলে টনসিলের অপারেশন করানোর জন্য ক্লিনিকে আসে। ডাক্তারের অবহেলার কারণে আজ আমার ভাইয়ের মৃত্যু হলো। আমি ডাক্তারসহ ক্লিনিক কর্তৃপক্ষের শাস্তির দাবি জানাই।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসেন বলেন, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে যায়। তবে ক্লিনিকের কাউকে পাওয়া যায়নি, সবাই পালিয়ে যায়। নিরাপত্তার স্বার্থে আমরা ক্লিনিকটি তালাবদ্ধ করে দেই। এবং ক্লিনিকে ভর্তি রোগীেদের অন্য হাসপাতালে স্থানান্তর করি।

এ বিষয়ের মৃত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ক্লিনিকের মালিক ডা. রতনের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। এ করণে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

প্রসঙ্গত, এর আগেও ২০১৮ সালের ২৮ এপ্রিল এই ক্লিনিকে ভুল অপারেশনের কারণে রেবেকা বেগম (২৭) নামে সিজারিয়ান এক নারীর অকাল মৃত্যু হয়। মৃত রেবেকা কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের চরকৃষ্ণপুর গ্রামের নজরুল শেখের স্ত্রী ছিলেন। এছাড়াও এই ক্লিনিকের নাইট গার্ডও মারা যায় ক্লিনিকের মধ্যে ঘুমন্ত অবস্থায়।

(একে/এসপি/জুলাই ০৯, ২০২২)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test