E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মান্দায় ভগ্নিপতির বাড়িতে হামলা-ভাঙচুর, আহত ১

২০২২ জুলাই ১৩ ১৭:২৯:৩৮
মান্দায় ভগ্নিপতির বাড়িতে হামলা-ভাঙচুর, আহত ১

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় পারিবারিক বিরোধের জের ধরে ভগ্নিপতির বাড়িতে সন্ত্রাসী কায়দায় হামলা ও ভাঙচুর চালিয়েছে শ্যালক গোলাম রাব্বানীর নেতৃত্বে সংঘবদ্ধ একটি দল। বাড়িঘরে তা-ব চালিয়ে ফেরার পথে ভগ্নিপতি সাহাদৎ হোসেনকেও বেদম মারধর করা হয়। আহত সাহাদৎ হোসেনকে (২৮) উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। মঙ্গলবার দুপুরে দিকে উপজেলার কুসুম্বা ইউনিয়নের বড়বেলালদহ গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী আব্দুল কুদ্দুস জানান, ছেলের বউ নার্গিস বেগমকে নিয়ে বেশ কিছুদিন ধরে পারিবারিক অসন্তোষ চলছিল। এনিয়ে মঙ্গলবার সকালের দিকে ছেলে সাহাদৎ হোসেনকে চড়-থাপ্পড় দিয়ে শাসন করেছি। কিন্তু কে বা কারা উল্টো পুত্রবধূকে মারধরের গুজব খবর ছেলের শ্বশুর বাড়িতে ছড়িয়ে দেন। এতে তাঁরা ক্ষিপ্ত হয়ে দলবল নিয়ে আমার বাড়িতে সন্ত্রাসী কায়দায় হামলা ও ব্যাপক ভাঙচুর করে।’

আব্দুল কুদ্দুস অভিযোগ করে বলেন, ছেলের শ্যালক গোলাম রাব্বানী সেনাবাহিনীতে চাকরি করেন। সেই দাপটে তিনটি মোটরসাইকেলে ৬-৭ জন যুবক লাঠিসোটা নিয়ে অতর্কিতভাবে বাড়িঘরে হামলা করে। বাধা দেয়ায় আমাকে মারধরসহ ঘরের টিভি, ফ্রিজসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে। এসময় ছেলে সাহাদৎ হোসেন বাড়িতে ছিল না।
হামলাকারীরা সেখানে থেকে ফেরার পথে ছোটবেলালদেহ এলাকায় রাস্তায় ধরে ছেলে সাহাদৎ হোসেনকে ব্যাপক মারধর করে। পরে মুমূর্ষু অবস্থায় ফেলে রেখে তাঁরা চলে যায়।

এ বিষয়ে সাহাদৎ হোসেনের শ্যালক সেনাসদস্য গোলাম রাব্বানীর সঙ্গে মোবাইলফোনে যোগাযোগ করা হলে কোনো কথা বলতে রাজি হননি। সাক্ষাতে কথা হবে জানিয়ে সংযোগ কেটে দেন।

এ প্রসঙ্গে মান্দা থানার অফিসার ইনচার্জ শাহিনুর রহমান বলেন, বিষয়টি এখন পর্যন্ত কেউ অবহিত করেননি। এজাহার পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

(বিএস/এসপি/জুলাই ১৩, ২০২২)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test