E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাজবাড়ীতে প্রধানমন্ত্রীর বরাদ্দকৃত ঐচ্ছিক তহবিলের অর্থ বিতরণ 

২০২২ জুলাই ১৫ ১৫:৫৩:০১
রাজবাড়ীতে প্রধানমন্ত্রীর বরাদ্দকৃত ঐচ্ছিক তহবিলের অর্থ বিতরণ 

একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার  বরাদ্দকৃত ঐচ্ছিক তহবিলের অর্থ বিতরণ করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৪ জুলাই) সকালে সদর উপজেলা পরিষদের সভাকক্ষে উক্ত চেক বিতরণ করা হয়। এতে সদর উপজেলা নির্বাহী অফিসার মার্জিয়া সুলতানার সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন সংরক্ষিত মহিলা আসন-৪০(রাজবাড়ী-৩৪০) এর সংসদ সদস্য ও বাংলাদেশ যুব মহিলা লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক এ্যাড.খোদেজা নাছরিন আক্তার হোসেন। চেক বিতরনের সার্বিক সহযোগিতায়ও তিনি ছিলেন।

সংসদ সদস্য এ্যাড.খোদেজা নাছরিন আক্তার হোসেন বলেন, শুরুতেই আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং ১৯৭৫ সালের ১৫ আগষ্ট বঙ্গবন্ধুর পরিবার সহ সকল শহীদ পরিবারের সদস্যদের প্রতি যাদেরকে রাতের অন্ধকারে সামরিক জান্তারা নির্মমভাবে হত্যা করেছিল তাদের আত্মার মাগফেরাত ও শ্রদ্ধা নিবেদন করছি। এছাড়াও বঙ্গবন্ধুর সহযোদ্ধা জাতীয় চার নেতার আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আপনারা জানেন এই দেশটা এনে দিয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। স্বাধীনতা এত সহজ ছিলোনা, যেটা বঙ্গবন্ধু আমাদের দিয়ে গিয়েছেন।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছেন। এজন্যই আজকে আমাদের মা- বোনরা বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্বাস্থ্য সেবা পাচ্ছেন। আজকে পদ্মা সেতু তৈরী করেছেন, কর্ণফুলী টানেল, মেট্রোরেল সহ আরও অনেক মেগা প্রকল্প হাতে নিয়ে পৃথিবীর বুকে বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন মাননীয় প্রধানমন্ত্রী। আসন্ন ২০২৩ ইং সালে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আসুন আমরা পুনরায় আমাদের মূল্যবান ভোট নৌকায় দিয়ে দেশকে এগিয়ে নিতে সাহায্য করি।

এসময় উপস্থিত ছিলেন, যুব মহিলা লীগ রাজবাড়ী জেলা শাখার সভাপতি মীর মাহফুজা খানম মলি, সদস্য সৈয়দা নাজমুন নাহার সেন্টি, কাজী কামরুল আলম প্রমূখ।

(একে/এসপি/জুলাই ১৫, ২০২২)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test