E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

'এতিমদের অর্থ আত্মসাতের অভিযোগে খালেদা জিয়া ও তার পুত্রকে বিচারের মুখোমুখী হতে হয়েছে'

২০১৪ অক্টোবর ০৪ ১০:৩১:৫৬
'এতিমদের অর্থ আত্মসাতের অভিযোগে খালেদা জিয়া ও তার পুত্রকে বিচারের মুখোমুখী হতে হয়েছে'

দিনাজপুর প্রতিনিধি : জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেছেন, এতিমদের অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তার পুত্র তারেক রহমানকে বিচারের মুখোমুখি হতে হয়েছে। তাই গরীব ও দুঃস্থদের ত্রানের চাল আত্মসাৎ করলে কাউকে ছাড় দেয়া হবে না। তিনি গরীব ও দুঃস্থদের জন্য বরাদ্দকৃত চাল সঠিকভাবে বিতরনের নির্দেশ দেয়।

তিনি শুক্রবার দিনাজপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গরীব ও দুস্থদের মাঝে ভিজিএফ-এর চাল বিতরনকালে একথা বলেন।

হুইপ ইকবালুর রহিম বলেন, বর্তমান আওয়ামীলীগ সরকার দেশের সকল মানুষের মুখে হাসি ফোটাতে চায়। এ জন্য গরীব ও দুঃস্থদের দুর্দশা লাঘবে বিভিন্ন কর্মসূচী চালিয়ে আসছে। এরই অংশ হিসেবে সমাজের সব শ্রেণীর পেশার মানুষ যাতে ভালোভাবে ঈদ করতে পারে, সেজন্যই গরীব ও দুঃস্থদের মাঝে ভিজিএফ-এর চাল বিতরন করা হচ্ছে। তিনি বলেন, এই গরীব ও দুঃস্থদের চাল কেউ আত্মসাৎ করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি হুশিয়ারী উচ্চারন করে বলেন, এক ছটাক চাল কম দিলে কাউজে ছাড় দেয়া হবে না।

৬নং আউলিয়াপুর ইউনিয়নে চাল বিতরনে অনিয়মের আশংকা করে হুইপ ইকবালুর রহিম বলেন, আওয়ামীলীগ সরকার দলমত নির্বিশেষে সকলেই যাতে ভালোভাবে ঈদ করতে পারে সেই জন্যই সকল গরীব ও দুঃস্থ মানুষকে ভিজিএফ-এর এই চাল দিয়ে আসছে। কোন ইউপি সদস্য এ ব্যাপারে অনিয়ম ও পক্ষপাতিত্ব করলে তাকে ছাড় দেয়া হবে না। এ ব্যাপারে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সঠিকভাবে তদন্ত করার নির্দেশ দেন। হুইপ ইকবালুর রহিম বলেন, একটি সুন্দর সমাজ গড়তে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। কিন্তু অভিযোগ রয়েছে এই ইউনিয়নের অনেক ইউপি সদস্য সীমান্তে ফেন্সিডিল ব্যবসায়ীদের সাথে সখ্যতা রয়েছে এবং এর সাথে জড়িত। এ ব্যাপারে তিনি সতর্ক করে দিয়ে বলেন, কোন সুনির্দিষ্ঠ প্রমান পেলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

মানুষের কল্যানে বর্তমান সরকারের বিভিন্ন কর্মসূচীর কথা উল্লেখ করে হুইপ ইকবালুর রহিম বলেন, বর্তমান সরকার, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, প্রসুতি ভাতাসহ জনগনের কল্যানে বিভিন্ন প্রকার ভাতা দিচ্ছে। এছাড়াও মুক্তিযোদ্ধাদের ভাতার পরিমান বাড়ানো হয়েছে। তিনি বলেন, গত ঈদুল ফিতরেও শুধুমাত্র সদর উপজেলায় ৪০ হাজার পরিবারকে ১০ কেজি করে ভিজিএফ-এর চাল প্রদান করা হয়েছে। এবারের ঈদুল আযহাতেও সমপরিমান লোককে এই ভিজিএফ-এর চাল বিতরন করা হচ্ছে।

৬ নং আউলিয়াপুর ইউনিয়নে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফরিদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রহমান, সদর আওয়ামীলীগের সভাপতি ইমদাদ সরকার, সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান হাসমিন লুনা, জেলা আওয়ামীলীগ নেতা শাহ ইয়াজদান মার্শাল প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওই ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সারোয়ার জামাল।
এর আগে ১নং চেহেলগাজী ইউনিয়ন পরিষদে ভিজিএফ’র চাল বিতরন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন হুইপ ইকবালুর রহিম। এখানে বক্তব্য রাখেন, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফরিদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রহমান, সদর আওয়ামীলীগের সভাপতি ইমদাদ সরকার, সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান হাসমিন লুনা, জেলা আওয়ামীলীগ নেতা শাহ ইয়াজদান মার্শাল প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন, ১ নং চেহেলগাজী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক কাশেম আলী।

শেষে তিনি গরীব ও দুঃস্থদের মধ্যে ভিজিএফ-এর চাল বিতরন কর্মসূচীর উদ্বোধন করেন। উল্লেখ্য আসন্ন ঈদুল আযহা উপলক্ষে দিনাজপুর সদর উপজেলার প্রায় ৪০ হাজার পরিবারের মধ্যে ১০ কেজি করে ভিজিএফ-এর চাল বিতরন করা হয়।

(এটি/অ/অক্টোবর ০৩, ২০১৪)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test