E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কক্সবাজার হবে আধুনিক-স্মার্ট পর্যটন নগরী : পলক

২০২২ জুলাই ১৬ ১৮:১১:৪০
কক্সবাজার হবে আধুনিক-স্মার্ট পর্যটন নগরী : পলক

কক্সবাজার প্রতিনিধি : ডিজিটালের পর বাংলাদেশকে উন্নত দেশের কাতারে নিয়ে যেতে চায় সরকার। ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ সোনার বাংলার প্রতিচ্ছবি হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

শনিবার (১৬ জুলাই) দুপুরে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে হাইটেক পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, কক্সবাজারকে আধুনিক ও স্মার্ট পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার। ১৫০ কোটি টাকা ব্যয়ে কক্সবাজারে হাইটেক পার্ক স্থাপনের কাজ চলছে। প্রায় ৮ দশমিক শূন্য ৭ একর জমিতে এ পার্ক গড়ে উঠলে এখানে প্রায় ৩০০০ জনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। প্রকল্পের আওতায় প্রশিক্ষণ পাবেন ১০০০ জন।

পলক আরও বলেন, ১৩ বছর আগে ডিজিটাল অর্থনীতির আকার ছিল মাত্র ২৬ মিলিয়ন ডলার। বর্তমানে তা ১ দশমিক ৪ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। আশা করছি আগামী ২০২৫ সালে আইসিটি রপ্তানি হবে ৫ বিলিয়ন ডলার। আর কর্মসংস্থান হবে ৩০ লাখ প্রশিক্ষিত দক্ষ জনশক্তির। এ লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার।

এরআগে সকাল ৯টায় কক্সবাজারের রামু দক্ষিণ মিঠাছড়িতে হাইটেক পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এ সময় কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, কক্সবাজার জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, পুলিশ সুপার মো. হাসানুজ্জামান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান উপস্থিত ছিলেন।

(ওএস/এসপি/জুলাই ১৬, ২০২২)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test