E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পাংশায় নিম্ন মানের সামগ্রী দিয়ে সড়ক নির্মাণ, কাজ বন্ধ করল এলাকাবাসী

২০২২ জুলাই ১৭ ১১:৩২:৫০
পাংশায় নিম্ন মানের সামগ্রী দিয়ে সড়ক নির্মাণ, কাজ বন্ধ করল এলাকাবাসী

একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর পাংশায় নিম্নমানের সামগ্রী দিয়ে চলছিল সড়ক নির্মাণ। নিম্নমানের সামগ্রী দিয়ে সড়ক নির্মাণ করায় এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে বন্ধ করে দিয়েছে নির্মাণ কাজ। সঠিক নিয়ম মেনে মানসম্মত নির্মাণ সামগ্রী দিয়ে সড়ক নির্মাণ করার দাবী এলাবাসীর।

উপজেলার কসবামাজাইল ইউনিয়নের নটা ভাঙ্গা ব্রীজ থেকে কসবামাজাইল তিন রাস্তার মোড় পর্যন্ত ৪১ লক্ষ ৬৯ হাজার ৭৫৪ টাকা ব্যায়ে চলছে ১ হাজার ১৫ মিটার সড়ক নির্মাণ কাজ। উপজেলা প্রকৌশলী (এলজিইডি)’র অধিনের সড়কটি নির্মাণ কাজের জন্য নির্বাচিত হন মেসার্স হাসিব এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। মেসার্স হাসিব এন্টারপ্রাইজ নামের ঠিকাদারী প্রতিষ্ঠানের নিকট থেকে কাজটি কিনে নেন মো ইউনুছ নামের এক ব্যক্তি।

সরেজমিনের গেলে স্থানীয়রা জানান, প্রায় এক মাস আগে সড়কটির নির্মান কাজ শুরু করেছে ঠিকাদরী প্রতিষ্ঠান। প্রথম দিকে ভালো মানের সামগ্রী দিয়ে নির্মাণ কাজ করছিল। ঈদের পর গত মঙ্গলবার কাজ শুরু করেছে ছিকাদারী প্রতিষ্ঠান। পুনোরায় কাজ শুরুর পর নির্মাণের জন্য নি¤œ মানের ইট এনে ফেলা হয় নির্মানাধীন সড়কে। ইটের মান দেখে এলাকাবাসী নির্মাণ কাজ বন্ধ করে দেন এবং কিছু সংখ্যাক ইট সড়কের বাইরে ফেলে দেন।

এ সময় এলাকার রোস্তম আলী বিশ্বাস বলেন, আমরা দেখেছি পুরাতন নষ্ট ইট এবং কিছু পুড়া মাটিও আনা হয়েছে সড়টি নির্মানের জন্য। আদলা ইট ফেলে রোলার দিয়ে ডলা দিলেই গুড়ো হয়ে যাচ্ছে ইট। কোন প্রকার ইটের খোয়া ফেলানো হয়নি। হাত দিয়ে ডলা দিলেই ভেঙে যাচ্ছে ইট। এই ইট দিয়ে রাস্তা করলে এক থেকে দুই মাসের মধ্যে ভেঙে যাবে।

সজীব খান বলেন, বিভিন্ন ভাটায় পড়ে থাকা ইট এবং মানুষের ঘর ভাঙা ইট এনে রাস্তা করার চেষ্টা করছিলো ঠিকাদারী প্রতিষ্ঠান। আমরা এলাকাবসী বাধা দেওয়ার পর বর্তমানে কাজটি বন্ধ আছে। তিনি আরোও বলেন, বিভিন্ন ফাক ফকোর দিয়ে কাজ চালিয়ে যাওয়ার চেষ্টা করছে ঠিকাদারী প্রতিষ্ঠান।

এলাকাবসীরা জানান, এই ইউনিয়নের ২৭টি গ্রামের মধ্যে ১০-১২ গ্রামের মানুষ এই সড়ক দিয়ে তাদের কৃষি পণ্য সর্বারহ করে থাকে। এছাড়াও ১০-থেকে ১২ গ্রামের শিক্ষার্থীরা তাদের শিক্ষা প্রতিষ্ঠানের যাতায়াত করে।

এলাকাবসীরা আরোও জানান, সারাদেশে মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের ছোঁয়া লেগেছে। আমাদের এলাকার এই সড়ক উন্নয়নের একটা অংশ। সড়টি কাজের ঠিক রেখে নির্মাণ করার দাবী এলাবাসীর।

এ সময় ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধি মো ইউনুছ বলেন, ভুলক্রমে নি¤œ মানেট ইট আনা হয়েছে। আমরা ভালো মানের ইট এনে পুনোরায় কাজ শুরু করবো।
কসবামাজাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহরিয়ার সুফল মাহমুদ বলেন, প্রথম দিকে সড়কটি যখন নির্মাণ কাজ শুরু করে তখন আমি গিয়ে দেখতে পাই নি¤œ মানের ইট দিয়ে নির্মাণ কাজ চলছে। বিষয়টি

ঠিকাদারী প্রতিষ্ঠানকে জানানোর পর তারা আমাকে প্রতিশ্রতি দিয়েছিলো ভালো মাটের ইট দিয়ে তারা কাজ করবে। এর আগে আমি নিজে এক গাড়ি পুরাতন ইট ফেরৎ পাঠিয়েছি। আমি আজকে আবারোও সংবাদ পেয়েছি তারা পুরাতন ইট দিয়ে ঈদের পর থকে কাজ শুরু কছেছে। বিষয়টি আমি উপজেলা প্রকৌশলীকে জানাবো।

উপজেলা প্রকৌশলী মো. জাকির হাসান বলেন, বিষয়টি জানার পর নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। পুরাতন নষ্ট ইট অপসারণ করে নতুন ইট আনার জন্য ঠিকাদারী প্রতিষ্ঠানকে বলা হয়েছে। নতুন ইট আনবে তারপর নির্মাণ কাজ শুরু হবে বলে জানান তিনি।

(একে/এএস/জুলাই ১৭, ২০২২)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test