E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভৈরব উপজেলা ও পৌর মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

২০২২ জুলাই ১৭ ১৪:০৫:৩০
ভৈরব উপজেলা ও পৌর মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সোহেল সাশ্রু, কিশোরগঞ্জ : বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ ভৈরব উপজেলা ও পৌর শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৬ জুলাই শনিবার বিকাল ৪টার দিকে ভৈরব জিল্লুর রহমান পৌর মিলনায়তনে এ  সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে কিশোরগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব দিলারা বেগম আছমা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য ও বিসিবি সভাপতি আলহাজ্ব নাজমুল হাসান পাপন। সম্মেলনের উদ্বোধন করেন, আলহাজ্ব নাজমুল হাসান পাপন এর সহধর্মিণী ও বেক্সিমকো ফার্মা নির্বাহী পরিচালক রোকসানা হাসান।

কিশোরগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বিলকিছ বেগম এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটি ও ঢাকা বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক শেখ আনার কলি পুতুল, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সহ-প্রচার সম্পাদক মেহেরনিগার হোসেন তন্ময়।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ভৈরব পৌর মেয়র আলহাজ্ব মো. ইফতেখার হোসেন বেনু, ভৈরব উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চু, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, প্রয়াত সাবেক রাষ্ট্রপতির একান্ত সচিব সাখাওয়াত উল্লাহ, ভৈরব পৌর আওয়ামী লীগ সভাপতি এসএম বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন শেষে প্রয়াত সাবেক রাষ্ট্রপতি আলহাজ্ব মো. জিল্লুর রহমান ও তার সহধর্মিণী নারী নেত্রী শহীদ আইভি রহমান স্মরণে এক নীরবতা পালন করা হয়। এরপর কোরআন তেলোয়াতের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু করেন।

আলোচনা সভা শেষে ভৈরব উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি পদে মনোয়ারা বেগম ও সাধারণ সম্পাদক পদে আসমা বেগম, পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি পদে লাভলী বেগম ও সাধারণ সম্পাদক পদে শাহীন সুলতানার নাম ঘোষণা করা হয়।

বক্তারা বলেন, ৫৩ বছর পর বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ভৈরব উপজেলা শাখা ও পৌরসভা শাখা ঘোষণা করা হলো। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নাজমুল হাসান পাপন মহোদয়ের এলাকা আজ এই মহিলা আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়েছে। তার মা বেগম আইভি রহমান ছিলেন বাংলাদেশ মহিলা

আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক। আজ তার এলাকায় তার প্রতিষ্ঠিত মহিলা আওয়ামী লীগের সংগঠনের কমিটি গঠন করা হয়।

প্রধান অতিথি আলহাজ্ব নাজমুল হাসান পাপন তার বক্তব্যে বলেন, ভৈরবে মহিলা আওয়ামী লীগের সংগঠন না থাকলেও স্বাধীনতা যুদ্ধের আগে থেকে আমার মরহুম পিতা আলহাজ্ব জিল্লুর রহমান ও মাতা বেগম আইভি রহমান এ অঞ্চলের মহিলাদের নিয়ে বিভিন্ন সময় নানান ধরণের কাজ করে গেছেন। মহিলারাও তাদেরকে সহযোগিতা করেছেন। আমার পিতা ভৈরব-কুলিয়ারচরের মানুষের সুখ-দুঃখে নানাভাবে পাশে থেকেছে। আমিও আমার স্ত্রী রোকসানা হাসান যতদিন বেঁচে থাকবো আপনাদের সুখ-দুঃখের অংশীদার হয়েই বেঁচে থাকবো। যেকোন ধরণের উন্নয়ন কাজে আমাদেরকে ডাকলে আমরা আসবো এবং ওই কাজের সমাধানের চেষ্টা করবো ইনশাল্লাহ।

অনুষ্ঠানে ভৈরব উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, উপজেলা যুবলীগ, পৌর যুবলীগ, উপজেলা ছাত্রলীগ, পৌর ছাত্রলীগ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ, পৌর স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিকলীগসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

(এসএস/এএস/জুলাই ১৭, ২০২২)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test