E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দৌলতদিয়াতে দেড় হাজার অসহায় নারী পেল কোরবানীর গোশত

২০২২ জুলাই ১৭ ১৪:১১:৪২
দৌলতদিয়াতে দেড় হাজার অসহায় নারী পেল কোরবানীর গোশত

এম এ হীরা, গোয়ালন্দ : পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে “কাউকে পেছনে ফেলে এগিয়ে যাওয়া নয়” এই শ্লোগানে উত্তরণ ফাউন্ডেশনের পক্ষ থেকে দৌলতদিয়ার দেড় হাজার অসহায় নারী ও দুস্থদের মাঝে কোরবানীর গোশত বিতরণ করা হয়েছে।

রবিবার (১০ জুলাই) বিকেলে বাংলাদেশ পুলিশ ঢাকা রেঞ্জের ডি আই জি ও উত্তরণ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবিবুর রহমান – বিপিএম (বার),পিপিএম (বার) এর সার্বিক ব্যবস্থাপনায় দৌলতদিয়া রেলওয়ে স্টেশন প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সালাহউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাঈন উদ্দিন চৌধুরী, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার, গোয়ালন্দ ঘাট থানার সেকেন্ড অফিসার মনির হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজকর্মী সেলিম মুন্সি, অসহায় নারী ঐক্য সংগঠনের সভানেত্রী ঝুমুর বেগম।

অসহায় নারী ঐক্য সংগঠনের সভানেত্রী ঝুমুর বেগম বলেন, ঢাকা রেঞ্জের ডি আই জি ও উত্তরণ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবিবুর রহমান স্যারের উদ্যোগে ঈদের দিন দৌলতদিয়ার দেড় হাজার অসহায় নারী ও দুস্থদের মাঝে কোরবানীর গোশত বিতরণ করা হয়েছে। আমরা এতে খুবই আনন্দিত।

পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান জানান, পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে “কাউকে পেছনে ফেলে এগিয়ে যাওয়া নয়” এই শ্লোগানে বাংলাদেশ পুলিশ ঢাকা রেঞ্জের ডি আই জি ও উত্তরণ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবিবুর রহমান – বিপিএম (বার),পিপিএম (বার) স্যারের সার্বিক ব্যবস্থাপনায় দৌলতদিয়ার দেড় হাজার অসহায় নারী ও দুস্থদের মাঝে কোরবানীর গোশত বিতরণ করা হয়েছে।

(এমএএইচ/এএস/জুলাই ১৭, ২০২২)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test