E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘জেকাবাজার’র সিইও জাবিউল্লা সিআইডির হাতে ধরা

২০২২ জুলাই ১৭ ১৪:২৯:২৩
‘জেকাবাজার’র সিইও জাবিউল্লা সিআইডির হাতে ধরা

একে আজাদ, রাজবাড়ী : ই-কমার্স ব্যবসা জেকাবাজার লি‌মি‌টেডের ব‌্যানা‌রে রাজবাড়ীসহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলার ২০ হাজারের মতো গ্রাহ‌কের কাছ থে‌কে প্রায় ৬০ কো‌টি টাকা হা‌তি‌য়ে নেওয়ার মূল‌হোতা জা‌বিউল্লাহ খান জা‌বের‌কে গ্রেফতার ক‌রে‌ছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। 

শ‌নিবার (১৬ জুলাই) বিকে‌লে ফ‌রিদপুর জেলার আলীপুর এলাকা থে‌কে তা‌কে গ্রেফতার করা হয়ে‌ছে

গ্রেফতার জাবিউল্লাহ রাজবাড়ীর কালুখালী উপজেলার গঙ্গানন্দপুর গ্রামের শুকুর আলীর ছে‌লে। তিনি জেকাবাজার লি‌মি‌টেড নামের কথিত ই-কমার্স ব্যবসা প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) দায়িত্বে রয়েছেন।

রাজবাড়ী জেলা সিআইডি পুলিশের পরিদর্শক জিল্লুর রহমান শনিবার রাতে জাগো নিউজকে এসব তথ্য নি‌শ্চিত ক‌রেছেন।

সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে অর্থ আত্মসাতের ঘটনায় সম্প্রতি জাবেরের বাবা শুকুর আলী সংবাদ সম্মেলন করে জাবেরকে ত্যাজ্যপুত্র ঘোষণা করেন।

২০২১ সা‌লের ২ ন‌ভেম্বর ভোক্তা অধিকার অধিদপ্তর অভিযান চা‌লি‌য়ে ই-কমার্স ব‌্যবসা পরিচালনার দা‌য়ে জেকাবাজার‌ লিমিটেডকে সিলগালা ও ভেজাল পণ্য বি‌ক্রির দা‌য়ে দুই লাখ টাকা জ‌রিমানা করে। এরপর থে‌কে আন্ডারগ্রাউন্ড ব্যবসা চালিয়ে যান মূলহোতা জা‌বিউল্লাহ। ওই বছরের ২২ ন‌ভেম্বর জেকাবাজা‌রের সব কার্যক্রম স্থায়ীভা‌বে বন্ধ ঘোষণা করা হ‌য়। এ নিয়ে রাজবাড়ী সদর থানায় মামলাও হয়।

ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হওয়ার পর দীর্ঘ আট-নয় মাস পেরিয়ে গেলেও বি‌নি‌য়োগের টাকা ফেরত পান‌নি গ্রাহকরা। ফ‌লে টাকা ফেরত ও জা‌বিউল্লাহ খা‌নের বিচা‌রের দাবি‌তে গ্রাহকরা মানববন্ধ‌ন কর্মসূ‌চি পালন ক‌রেন।

খোঁজ নিয়ে জানা‌ গে‌ছে, জেকাবাজা‌র লিমিটেডের মূল কার্যালয় ছি‌লো রাজবাড়ী জেলা শহ‌রের পান্না চত্বরের নান্নু টাওয়া‌রে। প্রতিষ্ঠানের সিইও হিসে‌বে জা‌বিউল্লাহর নি‌র্দেশনায় প্রায় ১৫ জন প‌রিচাল‌কের সমন্বয়ে ‌জেকাবাজার প‌রিচা‌লিত হ‌তো। গ্রাহকের কা‌ছে ১ হাজার ৩০০ টাকার বি‌নিম‌য়ে বি‌ক্রি হতো প্রতি‌টি আইডি। জেকাবাজার অ্যাপ‌সের মাধ‌্যমে ৩০ সে‌কে‌ন্ডের অ্যাড ভিউ কর‌লে ওই অ্যাকাউন্টে যোগ হ‌তো ১০ টাকা। এক‌টি আইডি থে‌কে ২৪ ঘণ্টায় একবার ভিউ কর‌তে পার‌তেন গ্রাহকরা। অ্যাড ভিউ ছাড়া নতুন গ্রাহক বাড়া‌লে অ্যাকাউ‌ন্টে টাকা যোগ হ‌তো। একেকজন গ্রাহ‌কের পাঁচশোরও বেশি আইডি ছি‌লো ব‌লে জানা‌ যায়।

(একে/এসপি/জুলাই ১৭, ২০২২)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test