E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

লক্ষ্মীপুরে ৩য় ধাপে ঘর পাবে ৪৩৬ পরিবার

২০২২ জুলাই ১৯ ১৮:২৩:১৬
লক্ষ্মীপুরে ৩য় ধাপে ঘর পাবে ৪৩৬ পরিবার

শিমুল সাহা, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের ৪৩৬টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ বাড়ি প্রদান করা হবে। মুজিববর্ষ উপলক্ষ্যে আগামী ২১ জুলাই গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে গৃহহীন পরিবারগুলোম মধ্যে এসব বাড়ি হস্তান্তর করবেন।

মঙ্গলবার (১৯ জুলাই) সকালে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন আকন্দ।

আনোয়ার হোসাইন আকন্দ জানান, ইতোমধ্যে প্রথম ধাপে ও দ্বিতীয় ধাপে ১ হাজার ৭৮৬টি পরিবারের মধ্যে বাড়ি বিতরণ করা হয়েছে। তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে এখন ৪৩৬টি গৃহহীন পরিবারের মধ্যে জমিসহ বাড়ি বিতরণ করা হবে।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাজিয়া পারভীন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মেহের নীগার, লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি হোসাইন আহম্মদ হেলাল, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেলসহ জেলায় কর্মরত সাংবাদিকরা।

(এস/এসপি/জুলাই ১৯, ২০২২)

পাঠকের মতামত:

৩০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test