E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিশিষ্ট সমাজসেবিকা, শিক্ষানুরাগী রওশন আরা বেগম আর নেই

২০১৪ অক্টোবর ০৪ ১২:৫৫:১৪
বিশিষ্ট সমাজসেবিকা, শিক্ষানুরাগী রওশন আরা বেগম আর নেই

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের বিশিষ্ট সমাজসেবিকা, শিক্ষানুরাগী ও দানবীর রওশন আরা বেগম ইন্তেকাল করেছেন। শনিবার ভোর চারটার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ছোট মেয়ে দিলারা মোস্তফার বাসায় বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়।

তিনি দুই মেয়ে ও এক ছেলে, আত্মীয় স্বজন ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

রওশন আরা বেগম মানিকগঞ্জ শহরের বান্দুটিয়ার প্রয়াত বিশিষ্ট রাজনীতিবিদ অ্যাডভোকেট আফতাব উদ্দিন আহমেদের স্ত্রী। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান তার বড় মেয়েজামাই। একমাত্র ছেলে মাহবুব মোর্শেদ হাসান বসুন্ধরা গ্রুপ চেয়ারম্যানের প্রধান উপদেষ্টা।

রওশন আরা বেগমের মৃত্যুর খবরে মানিকগঞ্জ জেলা শহর ও গ্রামের বাড়িতে ছড়িয়ে পড়েছে শোকের ছায়া। আত্মীয়স্বজন ও শুভাকাংখীরা ইতোমধ্যেই মরহুমার গ্রামের বাড়ি ঘিওর উপজেলার সিংজুরি ইউনিয়নের বৈকন্ঠপুরের বাড়িতে জমায়েত হয়েছেন।

শনিবার দুপুরে গ্রামের বাড়িতে মরহুমার প্রথম জানাযা সম্পন্ন হবে। এরপর মানিকগঞ্জ শহরের বান্দুটিয়া আফতাব উদ্দিন উচ্চ বিদ্যালয়ে বাদ আসর দ্বিতীয় জানাযা শেষে শহরের গার্লস স্কুল রোডের নিজ বাড়িতে তার দাফন হবে।

দ্বিতীয় জানাযায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের উপস্থিত থাকার কথা রয়েছে।

(ওএস/অ/অক্টোবর ০৪, ২০১৪)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test