E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সুবর্ণচরে গৃহবধু হত্যার বিচার দাবিতে মানববন্ধন

২০২২ জুলাই ২২ ১৫:৩১:০৪
সুবর্ণচরে গৃহবধু হত্যার বিচার দাবিতে মানববন্ধন

মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : নোয়াখালীর সুবর্ণচরে তাছলিমা বেগম নামে এক গৃহবধুকে হত্যা করে ঝুলিয়ে রাখার প্রতিবাদ ও জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে নিহতের স্বজন ও এলাকাবাসী।

শুক্রবার সকালে (২২ জুলাই) উপজেলার চর আমান উল্যাহ ইউনিয়নের নয়াপাড়া গ্রামের নিহত গৃহবধুর বাড়ির সামনে এ মানববন্ধন করে তারা। এসময় নিহতের মা ছকিনা খাতুন দাবী করেন, গত ১৫ জুলাই রাতে তার একমাত্র মেয়ে তাছলিমা বেগম রুনাকে হত্যা করে একটি গাছের সাথে ঝুলিয়ে রাখে তার স্বামী ইসমাইল হোসেন এবং তাছলিমার শশুর মো. আবুল খায়ের মোল্লা ও শাশুড়ী শেফালী বেগম। এসময় তিনি ও এলাকাবাসী হত্যাকারী নিহতের স্বামী ইসমাইল হোসেনের ফাঁসি ও তার বাবা, মাকে দ্রুত গ্রেফতার করে বিচার দাবি জানান।

উল্লেখ্য, গত ১৫ জুলাই ভোরে অভিযুক্ত ইসমাইলের বাড়ির পেছনে একটি গাছের সাথে তাছলিমার মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী স্থানীয় চরজব্বার থানায় খবর ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেন। এ ঘটনায় নিহতের স্বামী ইসমাইলকে তাৎক্ষনিক আটক করেছে পুলিশ। নিহত তাছলিমা ৩ সন্তানের জননী বলে জানা গেছে।

(আইইউএস/এএস/জুলাই ২২, ২০২২)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test