E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কিশোরগঞ্জের শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক অহিদুর রহমানকে ক্রেস্ট প্রদান

২০২২ জুলাই ২৬ ০০:২১:০২
কিশোরগঞ্জের শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক অহিদুর রহমানকে ক্রেস্ট প্রদান

সোহেল সাশ্রু, কিশোরগঞ্জ : জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ প্রতিযোগিতায় ভৈরব পৌর শহরের কমলপুর হাজী জহির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লেফট্যানেন্ট মো. অহিদুর রহমান জেলার শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক (অফিসার) নির্বাচিত হয়েছেন। আজ ২৫ জুলাই সোমবার দুপুরে কালেক্টরেট সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিস আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাকে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়েছে। লেফট্যানেন্ট মো. অহিদুর রহমান (বিএনসিসি) কিশোরগঞ্জ জেলা পর্যায়ে পঞ্চম বারের মতো এবারোও শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক নির্বাচিত হন। মো. অহিদুর রহমান ভৈরব পৌর শহরের কমলপুর হাজী জহির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছেন। এর আগে তিনি ২০০৩, ২০১৭, ২০১৮, ২০১৯ সনে কিশোরগঞ্জ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক (অফিসার) নির্বাচিত হয়েছিলেন।

জানা যায়, লেফট্যানেন্ট মো. অহিদুর রহমান ১৯৮৬ সালের ১ নভেম্বর ভৈরব পৌর শহরের কমলপুর হাজী জহির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা পেশায় যোগদান করেন। তিনি ১৯৮৮ সালে ১ জুন এমপিওভূক্ত হন। শিক্ষকতার পাশাপাশি তিনি ১৯৯০ সালে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) তে যোগদান করেন। ২০০২ সালে তিনি বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ) থেকে ১ম ব্যাচে প্রি-কমিশন প্রশিক্ষণ গ্রহণ করেন। ৩ আগস্ট ২০০৫ সালে তিনি বাংলাদেশ টেরিটোরিয়েল ফোর্স (বিএনসিসিতে) কমিশন লাভ করেন। বর্তমানে তিনি ২ বিএনসিসি ব্যাটালিয়নে কোম্পানী কমান্ডার হিসেবে কর্মরত আছেন। তার মেধা, দক্ষতা ও যোগ্যতা বিবেচনা করে বিদ্যালয় কর্তৃপক্ষ তাকে ২০১২ সালে ১ আগস্ট প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ দেন। এছাড়া তিনি ২০১২ সালে বিএনসিসি’র বার্ষিক ক্যাম্পে প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন।

লেফট্যানেন্ট মো. অহিদুর রহমান ২০১০ ও ২০১৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গবেষণা ইন্সটিটিউট থেকে ট্রেনিং অব দি ট্রেইনার (TOT) ট্রেনিং কোর্স সম্পন্ন করেন। ২০১৪ ও ২০১৫ সালে প্রধান শিক্ষক হিসেবে শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) থেকে শিক্ষা প্রশাসন ও ব্যবস্থাপনা বিষয়ে সফলতার সহিত প্রশিক্ষণ গ্রহণ করেন। ২০১৭ সালে তিনি শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে Manukau Institute of Technology, Wellington, New Zealand থেকে ICT for School Head teachers and Madrasah Supers Training Courseসফলতার সহিত সম্পন্ন করেন।

(এসএস/এএস/জুলাই ২৬, ২০২২)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test