E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দৌলতপুর সীমান্তে দুই বাংলার মিলন মেলা

২০১৪ অক্টোবর ০৫ ১৪:০৫:১৫
দৌলতপুর সীমান্তে দুই বাংলার মিলন মেলা

কুষ্টিয়া প্রতিনিধি : ছোট্ট একটি নদী। মাথা ভাংগা তার নাম। আর এই মাথা ভাংগা নদীই এপার বাংলা-ওপার বাংলার মানুষকে বিভক্ত করে রেখেছে। বিজয় দশমীতে নদী তার চির চেনা বৈশিষ্ট্যের দেয়াল ভেংগে দুই বাংলার মানুষকে একত্রিত করে পরিনত করেছিল মিলন মেলায়।

আর নদী পাড়ে ঘটেছিল দুই বাংলার মানুষের শান্তি ও সোহার্দের মিলন। জাতি ধর্ম ও বর্ণ সব এক হলেও কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ধর্মদহ সীমান্তে মাথা ভাংগা নদী দুই বাংলার মানুষকে আলাদ করে রেখেছে। ওপারে ভারতের নদীয়া জেলা আর এপারে বাংলাদেশের কুষ্টিয়া। শারদীয় দূর্গোৎসবের বিজয় দশমীতে কিছু সময়ের জন্য হলেও দুই দেশের মানুষ ভুলে গিয়েছিল সীমানার বন্ধন। দেবী দূর্গাকে বিসর্জন দিতে এসে দুই পারের মানুষ সৌহার্দ্র্য ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে একে অপরকে করেছে মিষ্টি মুখ। করেছেন কুশল বিনিময়।

আবার কেউ তাদের আত্মীয় স্বজনদের সাথে দেখা করে আত্মীয়তার বন্ধন অটুট করেছেন। ভারতের শিকারপুর এলাকার জবান আলী নদী পার হয়ে বাংলাদেশে এসে তার আত্মীয়র সাথে দেখা করে ফেরার প্রাক্কালে জানান, প্রতি বছর এইদিনটির জন্য অপেক্ষায় থাকি। প্রতি বছরই তার আত্মীয়র সাথে দেখা করতে পূজা ডুবার দিন এ সীমান্তে আসি।

ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার করিমপুর ও মরুটিয়া থানার বিভিন্ন গ্রামের দূর্গাপূজাকে বিসর্জন দিতে নিয়ে আসা হয় শিকারপুর সীমান্তের মাথাভাংগা নদীতে। এদিকে বাংলাদেশের দৌলতপুর উপজেলার প্রাগপুরসহ বিভিন্ন এলাকার দেবী দূর্গাকে বিসর্জন দিতে নেয়া হয় এপারের প্রাগপুর সীমান্তের একই নদীতে। শুরু হয় দুইপারের মানুষের মাঝে সম্প্রীতির মিলন। ছোট্ট নদী পারা পার হয়ে দুই পারের মানুষ সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হোন। আর বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত দুই দেশের সীমান্ত রক্ষী বিজিবি-বিএসএফ ভুলে যান সকল বিভেদ। অলিখিত আইনি কাঠামো তুলে নিয়ে কিছু সময়ের জন্য হলেও দুই পারের মানুষকে একত্রিত করে সোহার্দ, শান্তি ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করেন।

কাটাতারের বেড়া, নোম্যানসল্যান্ড ও বিজিবি-বিএসএফ’র কড়া পাহারা ও নজরদারীর কোনটাই দুই বাংলার মানুষকে রুখতে পারেনি। দেবী দূর্গা মর্তালোক থেকে স্বর্গালোকের কৈলাসে ফেরার প্রাক্কালে জাতি ও সীমানাভেদ ভুলে সকল ধর্মের মানুষকে একই নদীতে মিলিত করে বিসর্জনের মধ্য দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির যে শিক্ষা দিলেন তা যেন আমরা ভুলে না যায় বিসর্জনে আসা সকল ধর্মের মানুষ এমনটাই প্রত্যাশা করেছেন।

(কেএইচ/জেএ/অক্টোবর ০৫, ২০১৪)



পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test